তৃতীয় দফায় জামিনের আবেদন করা হলেও তা গ্রাহ্য না করে তাকে ১৪ দিন জেলে থাকার নির্দেশ দিয়েছেন আদালত
বলিউডের কিং খানের ছেলে আরিয়ান খানের জামিন না দিয়ে তাকে জেলে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় জামিনের আবেদন করা হলেও তা গ্রাহ্য না করে তাকে ১৪ দিন জেলে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ নির্দেশ দেন ভারতের আদালত। এরপর তাৎক্ষনিকভাবেই অন্তবর্তী জামিনের আবেদন করেন আসামীপক্ষের আইনজীবী সতীশ মানশিণ্ডে।
এ আবেদনের প্রেক্ষিতে শুক্রবার শুনানি হয় এবং রায় গেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির পক্ষে। শুধু আরিয়ানই নন, তার সঙ্গে আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও নাকচ করে দিয়েছেন আদালত।
নার্কোটিকস কন্ট্রোল বিউরো (এনসিবি) জানিয়েছে, আরিয়ানকে জামিন দিলে তার বিরুদ্ধে করা মামলার তথ্য প্রমাণ নয়-ছয় হতে পারে, এমনকি তদন্ত প্রক্রিয়ারও ব্যাঘাত ঘটতে পারে।
আগামী এক সপ্তাহ আরিয়ান ও বাকি দুইজন আসামীকে আর্থার রোড জেলের কোয়ারেন্টিন সেলে থাকতে হবে। এরমধ্যেই তাদের শারীরিক পরীক্ষা শেষে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
মতামত দিন