সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতও মিশে যেতে থাকে, শেহনাজও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন
হঠাৎ করেই প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থমকে গিয়েছিল শেহনাজ গিলের জীবন। অনেকটা অন্তরালেই চলে গিয়েছিলেন তিনি। সিদ্ধার্থের মৃত্যুর পরে কেটে গেছে একটা মাস।
সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতও মিশে যেতে থাকে, শেহনাজও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন। এমনকি, কয়েক দিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি “হওসলা রাখ”। সেই ছবির প্রচারের একটি সাক্ষাৎকারে দেখা গেল শেহনাজ গিলকে। সেখানে তার সঙ্গে ছিলেন সহ-অভিনেতা দিলজিৎ দোসঞ্ঝ এবং পুনম বাজওয়া।
সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে পোস্ট করেন দিলজিৎ।
শেহনাজকে তার ক্যারিয়ারের শুরু থেকেই তার দর্শকরা তাকে হাসিখুশি দেখতে অভ্যস্ত। তাকে সে ভাবেই ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন তার দর্শকেরা। তাই দিলজিতের শেয়ার করা ভিডিও দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। জীবনের অন্যতম বড় শোকের ধাক্কাটা সামলে নিয়ে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছেন শেহনাজ গিল।
মতামত দিন