এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা
জনপ্রিয় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ নিয়ে এসেছে শ্যামল মাওলা ও মারিয়া নূর অভিনীত ওয়েব ফিল্ম ‘‘হেরে যাবার গল্প’’।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ফিল্মটি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন লিউনা লুভাইনা, সাবেরী আলম, সামিরা খান মাহি, হৃদয় আমিন প্রমুখ।
ওয়েব ফিল্মটির নির্মাতা মেহেদি হাসান জনি। এর আগে টেলিভিশন এবং ইউটিউবে তার বহু নাটক মুক্তি পেয়েছে। কাজের জন্য বিভিন্ন সময় প্রশংসিতও হয়েছেন জনি। তবে ওটিটিতে এটিই তার প্রথম ফিল্ম।
নির্মাতা জনি বলেন, সবসময়ই আমার নির্মাণের মধ্য দিয়ে দর্শকদেরকে নতুন কিছু দিতে চেষ্টা করেছি। ওটিটির জন্য এটা আমার প্রথম কাজ, তাই সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি।
মারিয়া নূর বলেন, পরিচালকের সঙ্গে আমার প্রথম কাজ এটি। শ্যামল ভাইয়ার সঙ্গেও প্রথম। সব প্রথমের কাজ আসলে অনেকটা স্পেশালই হয়।
তিনি আরও বলেন, খুবই চমৎকার একটা গল্প। ‘‘হেরে যাবার গল্প’’ নাম হলেও, এটা আসলে বাঁচতে শেখার গল্প। এখান থেকে দর্শকরা নতুন কিছু শিখতে পারবে বলে মনে করি।
মতামত দিন