সর্বশেষ ২০২০ সালে অ্যাকশন হরর সিনেমা ‘আন্ডারওয়াটার’ দিয়ে সাই ফাই ঘরানায় অভিনয় করতে দেখা গিয়েছিল ক্রিস্টেন স্টুয়ার্টকে
“স্পেন্সার” চলচ্চিত্রে রাজকুমারী ডায়ানার চরিত্রে অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি স্টিভেন ইয়ুনের সঙ্গে জুটি বেঁধেছেন।
এ অভিনেত্রী জানিয়েছেন, “মিনারি” তারকা স্টিভেন ইয়ুনের সঙ্গে একটি নতুন রোমান্টিক সাই ফাই চলচ্চিত্রে জুটি বেঁধেছেন।
তিনি বলেন, “এটি আসলে একটি স্যাটেলাইট এবং একটি বয়ার মধ্যকার ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। এটা ব্যাখ্যা করা কঠিন। আমি এটি হাতছাড়া করব না, কারণ এটি সত্যিই একটি অসাধারণ স্ক্রিপ্ট।”
সর্বশেষ ২০২০ সালে অ্যাকশন হরর সিনেমা “আন্ডারওয়াটার” দিয়ে সাই ফাই ঘরানায় অভিনয় করতে দেখা গিয়েছিল ক্রিস্টেন স্টুয়ার্টকে।
এদিকে “দ্য ওয়াকিং ডেড” সিরিজের জনপ্রিয় গ্লেনের চরিত্রে অভিনয় করেছিলেন স্টিভেন ইয়ুন। তিনি “মিনারি”-এর জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন। বর্তমানে তিনি পরিচালক জর্ডান পিলের পরবর্তী চলচ্চিত্র “নাপ” -এ প্রধান অভিনেতা হিসেবে কাজ করছেন।
মতামত দিন