তিনি বলেন, সে (নোবেল) নানাভাবে আমাকে হুমকি দিচ্ছে। সে নাকি আমাকে খুন করবে, অ্যাসিড মারবে, আমার বাবাকে উঠিয়ে নিয়ে যাবে
সম্প্রতি নানা অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলকে স্ত্রী মেহরুবা সালসাবিল বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। যদিও নোবেল বলেছেন, তিনি সেই নোটিশে সই করবেন না।
সেই নোটিশের পরিপ্রেক্ষিতে নোবেল অভিযোগ করেছেন তার স্ত্রী সালসাবিল তাকে মাদক বাড়িয়ে, বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র গায়েব করে দিয়েছেন সালসাবিল। এছাড়া ব্যাংক থেকে ৩০ লাখ টাকা সরিয়েছেন তিনি। আর এগুলো করছেন বাংলাদেশের বড় একজন তারকার ইন্ধনে! যদিও নোবেল সেই তারকার নাম প্রকাশ করেননি।
অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।
আরও পড়ুন- গায়ক নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন স্ত্রী
গণমাধ্যমকে নোবেলের স্ত্রীর বলেন, “নোবেল জেমস ভাইকে আমাদের ব্যক্তিগত প্রসঙ্গে জড়ানোর চেষ্টা করছে। এটা হাস্যকর। সে আমাকে বলেছে, তোমার নামে এমন কথা বলবো যে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। বলবো, জেমস ভাই তোমাকে হায়ার করে আমার বিরুদ্ধে ব্যবহার করছে।”
তিনি বলেন, “নোবেল আগে থেকেই মানসিক রোগী। তাকে নিয়মিত চিকিৎসকও দেখানো হয়েছে। নোবেল পুরোপুরি অসুস্থ হয়ে গেছে।”
আরও পড়ুন- নোবেল: আমাকে এমপি-মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত
তিনি আরও বলেন, “তাকে আমি নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তাররা কী কী প্রেসক্রাইব করেছেন, সব তথ্য আমার কাছে আছে। এখন মিথ্যা কথায় আমাকে জড়ালে আমি কিন্তু ছাড় দেবো না। সে নানাভাবে আমাকে হুমকি দিচ্ছে। সে নাকি আমাকে খুন করবে, অ্যাসিড মারবে, আমার বাবাকে উঠিয়ে নিয়ে যাবে- এগুলো। আর জেমস ভাইকে জড়িয়ে আমার নাম ফাঁসাবে। আর নইলে তার সঙ্গে সংসার করতে হবে। সে মেয়েদের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় থাকে। সম্প্রতি বান্দরবানেও গিয়েছিল। অথচ সে-ই আমাকে তার সঙ্গে সংসার করতে বলে। তখন বলেছিলাম, তুমি বান্দরবানে গেলা বান্ধবীদের নিয়ে। তারা এখন কোথায়? সে আমাকে বলে, এগুলো একটু-আধটু থাকবেই। এগুলো মেনেই সংসার করতে হবে,’’ বলেন সালসাবিল।
হত্যাচেষ্টার বিষয়ে সালসাবিল বলেন, “সে মদ না মাদকের কথা বলেছে? সে কিন্তু ফেন্সিডিল, হেরোইন, কোকেন এমনকি নতুন যে ড্রাগ এলএসডি সেটাও নেয়। তবে মদ তেমন একটা খায় না। অন্যরা খাওয়ালে তখন খায়। কিনে খায় না। তাই মদের পরিমাণ বাড়ানোর কথা বললে সেটা মিথ্যা, বোঝাই যায়।”
আরও পড়ুন- বান্দরবানের পর এবার চট্টগ্রামে এসে নোবেলের ‘অভব্য’ আচরণ!
উল্লেখ্য, দেশের বিখ্যাত তারকাদের নিয়ে বিভিন্ন সময়ে নানা বাজে মন্তব্য করে আলোচনায় ছিলেন নোবেল।
মতামত দিন