আরিয়ানকে গ্রেপ্তারের পর থেকেই বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই শাহরুখ খানের এমন বিপদে তার পাশে দাঁড়িয়েছেন
শনিবার (২ অক্টোবর) ভারতের মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
আরিয়ানকে গ্রেপ্তারের পর থেকেই বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই শাহরুখ খানের এমন বিপদে তার পাশে দাঁড়িয়েছেন। স্বয়ং সালমান খান ছুটে গেছেন কিং খানের বাড়িতে। এছাড়াও ফোন করে খোঁজ-খবর নিয়েছেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল আগারওয়াল, রানি মুখার্জিসহ আরও অনেকে।
এবার হৃতিক রোশন শাহরুখ খানের ছেলে আরিয়ানকে খোলা চিঠি লিখলেন।
তিনি তার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে আরিয়ানের একটি ছবি পোস্ট করে লিখেছেন , "প্রিয় আরিয়ান, জীবনের যাত্রাটা বড়ই অদ্ভুত। সেখানে চড়াই-উৎরাই থাকবেই। আর জীবন অনিশ্চয়তায় ভরা বলেই হয়তো জীবন মহান। কিন্তু ঈশ্বর দয়ালু। যাদের মনের জোর বেশি তাদেরকেই কঠিন সময়ের সম্মুখীন করেন। এখনকার পরিস্থিতিতে তোমার নিজের ভেতরের অনেক অনুভূতি তোমাকে জ্বলে-পুড়ে ছাই করে দিচ্ছে। কিন্তু বিশ্বাস রাখো, সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সব কিছুই সমান। কিন্তু সে গুলোর মধ্যে তুমি কোনটি রাখবে আর কোনটি ফেলবে, সেটা একান্তই তোমার সিদ্ধান্ত।"
আরও পড়ুন: ‘মাদক পার্টি’ থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক
হৃতিক রোশন আরও বলেন, "জীবনের সব অভিজ্ঞতাই কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস রাখো, এগুলিই তোমার প্রাপ্তি। শান্ত থাকো। আলো ছিল, আছে, থাকবেও। ভালবাসা নিও আরিয়ান।"
মতামত দিন