কলেজে পড়ার সময়েই একটি মারাত্মক দুর্ঘটনায় সাইনির পুরো মুখ পুড়ে গিয়েছিলো
এবার “মিস ওয়ার্ল্ড আমেরিকা-২০২১” হলেন শ্রী সাইনি। কলেজে পড়ার সময়েই একটি মারাত্মক দুর্ঘটনায় সাইনির পুরো মুখ পুড়ে গিয়েছিলো। এ পুড়ে যাওয়া মুখ নিয়েই এবার মিস ওয়ার্ল্ড আমেরিকার বিজয়ী হলেন তিনি। তার বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতীয়-আমেরিকান কোনো নারী এ শিরোপা জয়ের গৌরব অর্জন করলেন।
মাত্র ১২ বছর বয়সে একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এ জন্য তাকে হার্টে পেসমেকারও পড়তে হয়। পরবর্তীতে কলেজে পড়ার সময় মারাত্মক একটি গাড়ি দুর্ঘটনায় তার পুরো মুখ পুড়ে যায়।
মিস ওয়ার্ল্ড আমেরিকা ২০২১ এর মুকুট তার মাথায় ওঠার পর তিনি বলেন, “আমি খুব খুশি, যদিও একটু ভয়ও পেয়েছিলাম। সব কিছুই আমার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। বিশেষ করে আমার মায়ের অবদান সবচাইতে বেশি, তিনি সব সময়ই আমার পাশে ছিলেন।”
মতামত দিন