এ বছরের জানুয়ারিতে ‘অ্যানিমেল’-এ রণবীর কাপুরের যুক্ত হওয়ার কথা শোনা গেলেও চলচ্চিত্রটির আর কোনো খোঁজ পাননি ভক্তরা
এ বছরের জানুয়ারিতে সন্দ্বীপ রেড্ডি বঙ্গের “অ্যানিমেল” ছবিতে রণবীর কাপুরের যুক্ত হওয়ার কথা শোনা গেলেও ছবিটির আর কোনো খোঁজ পাননি ভক্তরা। তাই রণবীর কবে এর শুটিং শুরু করছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে জন্মদিন উদযাপনের পর শুটিংয়ে ফিরতে পুরোপুরি প্রস্তুত রণবীর।
বিনোদন বিষয়ক পোর্টাল পিংকভিলা জানিয়েছে, আগামী বছরের এপ্রিল মাসে শুরু হবে অ্যানিমেলের শুটিং, চলবে অক্টোবর পর্যন্ত। রণবীর বাদেও ববি দেওল, অনিল কাপুর এবং পরিণীতি চোপড়া থাকছেন ছবিটিতে। তাই সবার সময় মিলিয়ে শুটিং শুরু করার চেষ্টা করছেন নির্মাতারা।
অন্যদিকে, আগামী বছরের মার্চ মাসে শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জনের পরবর্তী চলচ্চিত্রের শুটিং শেষ করবেন রণবীর। ২০২২ সালের শেষ দিকে প্রেক্ষাগৃহে আসতে পারে চলচ্চিত্রটি। অ্যানিমেলের জন্যই রণবীর মার্চের মধ্যেই কাজ গুটিয়ে ফেলছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, রণবীরের হাতে “ব্রহ্মাস্ত্র” চলচ্চিত্রটিও আটকা পড়ে আছে। গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে চলচ্চিত্রটির মুক্তির তারিখ পিছিয়েছেন নির্মাতারা।
আয়ান মুখার্জি পরিচালিত “ব্রহ্মাস্ত্র” চলচ্চিত্রেই প্রথমবারের মতো জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। চলচ্চিত্রে “রণলিয়া”র সঙ্গে আরও থাকছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুন।
এর বাইরে, রণবীরের জন্মদিনেই মুক্তিপ্রত্যাশী “শমশেরা” চলচ্চিত্রের প্রথম লুক শেয়ার করেছেন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই আসছে “শমশেরা”।
তাই রণবীর এবার অ্যানিমেলের জন্য সম্পূর্ণ প্রস্তত বলেই মনে করছেন ভক্তরা।
মতামত দিন