স্টার সিনেপ্লেক্সের ১৭ বছর পূর্তির আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘জেমস বন্ড’ সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমার প্রিমিয়ার শো
দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করছে।
আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর), এ উপলক্ষে মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজনের অংশ হিসেবে থাকছে স্টার সিনেপ্লেক্স মিরপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন এবং “জেমস বন্ড” সিরিজের “নো টাইম টু ডাই” সিনেমার প্রিমিয়ার শো।
এ আয়োজন নিয়ে, স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সর্বপ্রথম দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে। বর্তমানে বসুন্ধরা সিটি শপিং মল ছাড়াও ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের আরও দুটি শাখা রয়েছে। মিরপুরে চতুর্থ শাখা চালু হচ্ছে।
ভবিষ্যতে রাজধানী ঢাকার উত্তরাসহ ধারাবাহিকভাবে দেশব্যাপী অনেক জায়গায় হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সিনেমা প্রযোজনায়ও নাম লিখিয়েছে প্রতিষ্ঠানটি। স্টার সিনেপ্লেক্স প্রথম প্রযোজিত চলচ্চিত্র "ন ডরাই"।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ১৭ বছর পূর্তিতে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "স্টার সিনেপ্লেক্সের এ সফলতার পেছনে রয়েছেন দর্শকের ভালোবাসা। দর্শকেরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। আমরা চাই আমাদের দেশেই ভালো ভালো সিনেমা নির্মাণ হোক, যেন আমাদের বিদেশি সিনেমার ওপর নির্ভরশীল না হতে হয়।"
মতামত দিন