প্রাথমিক জিজ্ঞাসাবাদে 'শখ' করে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন তিনি
বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের কোটি দর্শককে বিনোদন দিয়ে আসছেন অভিনয়ের মাধ্যমে। আকাশচুম্বী এই জনপ্রিয়তা পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করেছেন শাহরুখ। অভিনয়, প্রযোজনা কিংবা চলচ্চিত্রের প্রচারণা নিয়েই ব্যস্ত থেকেছেন পরিবারকে সময় না দিয়েই।
ফলে এমন পরিস্থিতিও এসেছে যখন শাহরুখের সন্তানদেরও তার দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে।
সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান খান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অব ইন্ডিয়ার (এনসিবি) তদন্ত কর্মকর্তাদের কাছে এমনই বিস্ফোরক সব তথ্য দিয়েছেন বাবার বিরুদ্ধে।
আরও পড়ুন- এবারে ফোন করে শাহরুখের পাশে দীপিকা, করণ জোহর
ভারতীয় সংবাদমাধ্যম আজতাক বাংলার প্রতিবেদন অনুযায়ী, এনসিবিকে আরিয়ান জানিয়েছেন, শাহরুখ বর্তমানে তিনটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত। এজন্য অনেক পরিশ্রমও করছেন তিনি। তাই বাবার সঙ্গে দেখা করার জন্য আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাকে।
আরিয়ান জানান, “মাঝে মাঝেই বাবার ম্যানেজার পূজার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হত বাবার সঙ্গে দেখা করার জন্য। তাহলেই তার দেখা পাওয়া যেত।”
মুম্বাই থেকে গোয়াগামী একটি ক্রুজে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পেয়ে আরিয়ানসহ ১১ জনকে গ্রেপ্তার করে এনসিবি।
আরও পড়ুন- এবার আরিয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ
সোমবার (৪ অক্টোবর) আরিয়ানকে আদালতে হাজির করা হয়। তবে ৭ অক্টোবর পর্যন্ত থাকতে হবে তাদের হেফাজতেই।
এনসিবির একটি সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ৪ বছর ধরে শখের কারণে মাদক সেবনের কথা স্বীকার করেছেন আরিয়ান।
মতামত দিন