এজন্য অবশ্য বিগ বসের মঞ্চে কারিনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলি শো বিগ বসের ১৫ নিয়ে আবারও সঞ্চালকের ভূমিকায় ফিরছেন বলিউড সুপারস্টার সালমান খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিগ বসের মঞ্চে ফিরেই অবশ্য অভিনেত্রী কারিনা কাপুরের “নাম” ভুলে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তাকে।
সম্প্রতি দুই পর্বের বিশেষ প্রিমিয়ার পর্বের মাধ্যমে বিগ বসের এই মৌসুমের প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেন সালমান। বিশেষ এই পর্বের একটি অংশে সালমানের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরেক বলিউড তারকা রণবীর সিং।
“৮৩” চলচ্চিত্রের প্রচারণায় ব্যস্ত রণবীর তার আসন্ন কুইজ টেলিভিশন শো “দ্য বিগ পিকচার”-এর প্রচারণা করতে হাজির হয়েছিলেন সালমানের মঞ্চে।
বিগ বসে এসেই রণবীর, কুইজের ফর্ম্যাটটি বুঝিয়ে দিয়ে সালমানের সঙ্গে একটি রাউন্ডও খেলেন।
খেলার সময় রণবীর জানতে চান “বাজরাঙ্গি ভাইজান” চলচ্চিত্রে ভাইজানের বান্ধবী অর্থাৎ কারিনা কাপুর অভিনীত চরিত্রের নাম কী ছিল।
সালমান হিন্দিতে উত্তর দেয়, “আমার নিজের বান্ধবীর নামই মনে নেই, আর আমার কাছে বাজরাঙ্গি ভাইজানের বান্ধবীর নাম জানতে চাইছো।”
তারপর হঠাৎ মনে পড়ায় সালমান জানান, বাজরাঙ্গি তার বান্ধবীকে “ম্যাডাম জি” ডাকতো।
নাম মনে না পড়ায় সালমান কারিনার কাছে ক্ষমা চেয়ে বলেন, “স্যরি কারিনা, অন্তত আমি তোমার নাম তো জানি!”
পরে অবশ্য রণবীর কয়েকটি নামের মধ্যে একটি অনুমান করতে বললে এক মুহূর্তেই “রাসিকা” নামটি বলে দেন সালমান।
মতামত দিন