আরিয়ান ও তার বন্ধুদের আগামি ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে (এনসিবি) অনুমতি দেন আদালত
মাদক মামলায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। আরিয়ান ও তার বন্ধুদের আগামি ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে (এনসিবি) অনুমতি দেন আদালত।
এর আগে সোমবার (৪ অক্টোবর) এনসিবি আগামী ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করে ।
এনসিবির কর্মকর্তারা সন্দেহ করছেন তার সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগাযোগ থাকতে পারে। এজন্য আরিয়ানকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আদালতে আবেদন করেন তারা।
আরও পড়ুন- এবার আরিয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ
এদিকে এদিন আরিয়ান খানের জামিন চেয়ে আদালতে তার আইনজীবী সতীশ মানশিন্ডে আবেদন করেন।
আদালত জামিন আবেদন নাকচ করে আরিয়ান ও তার বন্ধুদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের এনসিবিকে অনুমতি দেন।
এর আগে শনিবার রাতে আটক করা হয় শাহরুখপুত্রকে। রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার আদালতে গিয়ে হেফাজতের সময়সীমা বাড়ানোর আবেদন জানায় এনসিবি।
আরও পড়ুন- বিপদের দিনে শাহরুখের বাড়িতে সালমান
এনসিবির হেফাজতে মাদক সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার জামিন আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।
ভারতীয় দণ্ডবিধির নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানসহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে। যে প্রমোদতরী থেকে আরিয়ানদের গ্রেপ্তার করা হয়েছিল সেটির টার্মিনাল থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ট্যাবলেট এবং নগদ ১,৩৩,০০০ রুপি উদ্ধার হয়েছে বলে গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে।
মতামত দিন