গ্রেপ্তার দেখানোর পর তাকে মেডিকেল পরীক্ষার জন্য জে জে হাসপাতালে নেওয়া হয়েছে
জিজ্ঞাসাবাদ শেষে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার বিলাসবহুল ক্রুজে পার্টি করার সময় মাদকসহ আটক হয়েছিলেন আরিয়ান। এরপর প্রায় ১৬ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান খান সেই পার্টিতে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে তিনি অনুশোচনার কথাও জানিয়েছেন। বলেছেন, এর আগে কখনও এমন কিছু গ্রহণ করেননি তিনি।
আরও পড়ুন- ‘মাদক পার্টি’ থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক
আরিয়ানকে গ্রেপ্তার দেখানোর পর মেডিকেল পরীক্ষার জন্য জে জে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ওইদিন আরিয়ান ছাড়া আরও সাতজনকে আটক করা হয়েছে। তারা হলেন আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচা, নূপুর সারিকা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার ও গোমিত চোপড়া। শনিবার রাতের পার্টিতে তারাও ছিলেন।
এনসিবি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সেই পার্টিতে জামাকাপড়ে সেলাই করে, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখপুত্রের লেন্স রাখার বাক্স থেকেও মাদক জব্দ করেন এনসিবি কর্মকর্তারা।
আরও পড়ুন- মাদক নেওয়ার কথা স্বীকার করলেন আরিয়ান
ওই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই অভিযান চালায় এনসিবি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আরিয়ান ওই পার্টিতে কীভাবে উপস্থিত হলেন, ওই মাদক চক্রের সঙ্গে তিনি জড়িত কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- আরিয়ানের বিষয়ে সুনীল: বাচ্চাটাকে শ্বাস নেওয়ার সুযোগ দিন
এদিকে ২৩ বছর বয়সী ছেলের এ বিপদে নিজের শুটিং স্থগিত করে দিয়েছেন শাহরুখ খান। ‘‘পাঠান’’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল বলিউড সুপাস্টারের। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন শাহরুখ। ছেলেকে বাঁচাতে ছোটাছুটি করছেন বাদশাহ।
ইতোমধ্যে আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গেছেন এনসিবি দপ্তরে।
মতামত দিন