দুটি ঐতিহাসিক চরিত্রে দেখা যেতে পারে তাদের
বলিউড প্রযোজক নমিত মালহোত্রার কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জনপ্রিয় দুই অভিনেতা হৃতিক রোশন এবং রণবীর কাপুর। ধারণা করা হচ্ছে বিখ্যাত পৌরাণিক গ্রন্থ ‘‘রামায়ণ’’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র নিয়েই দুই তারকার এই বৈঠক।
পিংকভিলার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, পরিচালক নীতেশ তিওয়ারি, নমিত এবং মধু মন্তেনাও এই রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন।
শনিবার (১ অক্টোবর) হৃতিক এবং রণবীরকে চলচ্চিত্র নির্মাতা জ্যাক ভাঙ্গনানির অফিসে দেখার পরই অনুমান করা হয়েছিল তাদের দুজনকে নিয়ে সম্ভবত তার একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকটি ‘‘রামায়ণ’’ প্রকল্পের প্রাথমিক বৈঠকগুলোর মধ্যে মধ্যে অন্যতম। এই চলচ্চিত্রে হৃতিক রোশন এবং রণবীর কাপুরকে যথাক্রমে রাবণ এবং রামের ভূমিকায় চূড়ান্ত করা হলেও সীতার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও নিশ্চিত নয়।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘‘রামায়ণ’’ চলচ্চিত্রের বিষয়ে মধু মন্তেনা বলেন, “আমরা আসলে এটিকে একটু অন্যভাবে উপস্থাপন করছি। সমস্ত মহিমা নিয়ে আমরা ঐতিহ্যবাহী রামায়ণকে বর্ণনা করতে যাচ্ছি। আমরা আগে যা দেখেছিলাম তা ছিল একটি মহাকাব্য, যা আমরা বহু বছর ধরেই দেখে আসছি। তখনকার আবহ এবং প্রযুক্তি ভিন্ন ছিল। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তিতে এখন আমরা রামায়ণ মহাকাব্যকে নতুনভাবে তৈরি করবো।”
চলচ্চিত্রের বাজেট সম্পর্কে মধু মন্তেনা বলেন, “প্রাথমিকভাবে এখন পর্যন্ত বাজেট নিয়ে আমরা কিছু ভাবিনি। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি কিভাবে এই মহাকাব্যটিকে তার সমস্ত মহিমায় বর্ণনা করা যায়। কিন্তু যখন আমি প্রকল্পটি শুরু করি তখন ভেবেছিলাম হয়ত ৩০০ কোটি রুপিতে চলচ্চিত্রটি তৈরি করা যাবে। কিন্তু এখন তা যথেষ্ট হবে বলে আমার মনে হয় না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু আশা করছি আল্লু (অরবিন্দ), নমিত (মালহোত্রা) এবং আমি একটি ভাল গল্প উপস্থাপন করতে সফল হব।”
মতামত দিন