সাইফ আরও জানান, সারা বাদে পরিবারের অন্য কেউ চায় না ইব্রাহিম চলচ্চিত্রে কাজ করুক
বলিউড অভিনেতা সাইফ আলি খান ইতোমধ্যেই তার বড়ছেলে ইব্রাহিমের বলিউডে পা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ জানান, ইব্রাহিম প্রকৃতপক্ষেই শোবিজে ক্যারিয়ার করার পরিকল্পনা করছে। আর এ জন্য এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান গড়তেও শুরু করেছে ইব্রাহিম।
সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেন, করণ জোহরের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছে ইব্রাহিম। তার পরিকল্পনা ও স্বপ্ন নিয়েও আমার সঙ্গে কথা বলেছে ইব্রাহিম।
সাইফ আলি সন্তানদের সঙ্গে সমীকরণ সম্পর্কে জানান, “ওরা প্রত্যেকেই আলাদা। তবে আমার সঙ্গে সবারই আলাদা সমীকরণ আছে।
উল্লেখ্য, সাইফ ও তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের দুই সন্তানের মধ্যে ইব্রাহিম ছোট ও অভিনেত্রী সারা আলি খান বড়। দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে আরও দুই ছেলে আছে সাইফের।
অন্যদিকে, ছোট দুই ছেলে তৈমুর এবং জেহ-এর প্রসঙ্গে সাইফ বলেন, “তৈমুর দিকনির্দেশনার অপেক্ষায় আছে। আর জেহ শুধু হাসে।”
তবে সাইফের এই মন্তব্যের পরেই আবারও সমালোচনার তীর ছুটেছে করণ জোহরের দিকে। করণ এর আগেও তারকাদের সন্তানদের চলচ্চিত্রে অভিষেক করানোর জন্য সমালোচিত হয়েছেন।
নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, বরুণ ধাওয়ানসহ বেশ কয়েকজন সেলিব্রিটি সন্তানের আত্মপ্রকাশ করিয়েছেন করণ।
এর আগে গত বছর মুম্বাই মিররের সাথে কথা বলার সময় সাইফ আলি খান বলেছিলেন, “ইব্রাহিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিতে আগ্রহী। আমি জানি না আমি তার অভিষেক করাবো কি-না। তবে এটি তার ক্যারিয়ারের জন্য একটি ভালো বিকল্প।”
সাইফ আরও জানান, সারা বাদে পরিবারের অন্য কেউ চায় না ইব্রাহিম চলচ্চিত্রে কাজ করুক।
মতামত দিন