‘গোলন্দাজ’ ছবিতে দেবের কুস্তি কোচ ছিলেন সৌভিক বিশ্বাস
মুক্তির অপেক্ষায় থাকা টলিউড ছবি ‘‘গোলন্দাজ’’-এর জন্য নায়ক দেবকে কুস্তি প্রশিক্ষণ দিয়েছিলেন সৌভিক বিশ্বাস ওরফে সানি। ওই ছবিতে কিছুটা অংশে অভিনয়েরও সুযোগ পেয়েছিলেন এই কুস্তিগির। কিন্তু জীবিকার তাগিদে তাকে স্বপ্নের কুস্তির রিং ছেড়ে রাস্তায় নামতে হয়েছে অটোরিকশা নিয়ে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে কুস্তি লড়াইয়ের পাশাপাশি চাকরি করারও ইচ্ছা ছিল সৌভিকের। এর কোনোটাই পূরণ হয়নি তার।
কলকাতার টালিগঞ্জ-যাদবপুর রুটে অটোরিকশা চালান তিনি।
সৌভিক বলেন, ‘‘টালিগঞ্জ অটোস্ট্যান্ডে সবাই আমায় ‘সানি’ নামেই চেনে। সকাল ৮টায় চলে আসি। সারাদিন চালাই। রাতে যতক্ষণ শরীর চলে, আমার অটোও চলে।’’
তার বাবা অবসর নিয়েছেন। বড়ভাইয়ের আয়ে সংসার চলে। তাই আত্মমর্যাদাশীল সানি চাকরি না পেয়ে ভাড়ায় অটোরিকশা চালান। আয়ের একটা অংশ দিতে হয় মালিককে।
সানি বললেন, ‘‘কুস্তি আমি ভুলতে পারিনি। আসলে এই খেলা এমনই যে শরীর আর মন তার সঙ্গে মিশে যায়। ছেড়ে থাকা যায় না। এখন কয়েকটা জায়গায় কোচিং করাই। সেই সব দিন অটো অন্য কাউকে চালাতে দিয়ে চলে যাই। আর সেই প্রশিক্ষণ দিতে গিয়েই ‘গোলন্দাজ’ ছবির প্রযোজকদের সঙ্গে যোগাযোগ আর দেব-সহ অন্যদের প্রশিক্ষণের সুযোগ পেয়ে গেলাম।’’
পুজোর আগেই মুক্তি পেতে চলা ‘‘গোলন্দাজ’’ ছবিটি নির্মাণ করা হয়েছে ১৮৭৯-এর কলকাতার এক ঘটনাকে ঘিরে। ব্রিটিশ আমলে প্রথমবার হাতে ছুঁয়ে ফুটবল দেখেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বধিকারী। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন দেব।
মতামত দিন