বুনো শূকর দুটি আক্রমণ করে শাকিরার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়
আট বছরের ছেলে মিলানকে নিয়ে বার্সেলোনার একটি পার্কে হাঁটার সময় একজোড়া বুনো শূকরের আক্রমণের শিকার হয়েছেন পপ সুপারস্টার শাকিরা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে এ কথা জানান এই কলম্বিয়ান গায়িকা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনেও উঠে এসেছে এ খবর।
৪৪ বছর বয়সী এই পপ গায়িকা জানান, বুনো শূকর তাকে আক্রমণ করে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। উদ্ধার হওয়া ছেঁড়া ব্যাগটিকে ক্যামেরার দিকে ধরে তিনি বলেন, ‘‘দেখুন পার্কে কিভাবে দুটি বুনো শূকর আমাকে আক্রমণ করে আমার ব্যাগ রেখে গেছে।’’
তিনি আরও বলেন, ‘‘আমার মোবাইল ফোন থাকা ব্যাগটি নিয়ে তারা জঙ্গলে যাচ্ছিল। তারা সবকিছু শেষ করে দিয়েছে।’’
এরপর তিনি তার ছেলে মিলানের দিকে ফিরে বলেন, "মিলান সত্যি করে বলো তো, তোমার মা কীভাবে বুনো শূকরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।’’
সম্প্রতি কাতালান রাজধানীতে বুনো শূকরের আক্রমণ খুব বেড়ে গিয়েছে, যার সর্বশেষ শিকার পপ তারকা শাকিরা।
২০১৬ সালে স্প্যানিশ পুলিশ ১১৮৭ বার বুনো শূকরের আক্রমণের বিষয়ে অভিযোগ সংক্রান্ত ফোন কল পেয়েছিল।
২০১৩ সালে এক পুলিশ কর্মকর্তা নিজেই সমস্যাটির দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন। এ উদ্দেশ্যে তিনি তার সার্ভিস রিভলবার দিয়ে একটি শূকরের ওপর উপর গুলিও করেছিলেন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার সহকর্মী গুলিবিদ্ধ হয়।
সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে বুনো শূকরের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। ধারণা করা হচ্ছে, মহাদেশ জুড়ে বর্তমানে বুনো শুকরের সংখ্যা প্রায় ১ কোটি ছাড়িয়েছে। যেহেতু সেগুলো আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে, তাই অনেক শহরেই এ সমস্যা দূর করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করছে।
মতামত দিন