এক ভক্তের ভাষায়, আপনাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনি এখনও আমাদের 'দেশি গার্লই' আছেন
তারকাদের অভিনয়, ব্যক্তিত্ব ও পেশারিত্বের ভক্ত হন হাজার হাজার মানুষ। আছে ব্যতিক্রম ঘটনাও। এই যেমন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে প্রায়ই ট্রলের শিকার হতে। কিন্তু এবার ঘটেছে উল্টোটা। কেবল বসে থেকেই কেউ ভক্তদের মন জয় করে নিয়েছেন এমনটি বোধহয় এবারই প্রথম ঘটল।
সিটাডেলের একটি শুটিংয়ের জন্য ব্যক্তিগত জেট বিমানে যাচ্ছিলেন সাবেক বিশ্বসুন্দরী। বিমানের মধ্যে বসে তোলা একটি ছবি শেয়ার করেন ইন্সটাগ্রাম পেইজে।
প্রিয়াঙ্কার মা ডা. মধু চোপড়ার তোলা ওই ছবিতে দেখা যায়, পায়ের ওপর পা ভাঁজ করে (কিছুটা ভদ্রাসনের মতো) বিমানের আসনে বসে আছেন প্রিয়াঙ্কা। কালো এবং সাদা ডোরাকাটা শার্ট, বেইজ প্যান্ট এবং বাদামী জ্যাকেট পরিহিত প্রিয়াঙ্কা হাতে শ্যাম্পেইনের গ্লাস নিয়ে ধরা পড়েছেন ক্যামেরায়।
তার এই বসার ভঙ্গিই আকর্ষণ করেছে ভক্তদের। ছবিতে তাই “ইন্ডিয়া ওয়ালে” বলে মন্তব্য করেন অনেকে।
আরেকজন লিখেছেন, “ভারতীয়দের মতোই বসে আছে। সবচেয়ে আরামদায়ক ভঙ্গিতে।”
আরেক ভক্ত লিখেছেন, “এটি বসার সবচেয়ে আরামদায়ক উপায়...আপনাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনি এখনও আমাদের দেশি গার্লই আছেন।”
প্রিয়াঙ্কা সম্প্রতি গ্লোবাল সিটিজেন লাইভের জন্য প্যারিসে ছিলেন। এলটন জন এবং অন্যান্য অভিনয়শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানটি উপস্থাপনাও করেন তিনি।
মতামত দিন