তবে বাড়ি ফেরার আগে চাঁদপুরে বসেও ইলিশের স্বাদ নিতে চান এই টলিউড অভিনেত্রী
প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করতে বাংলাদেশে এসেছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে “পিয়া রে” চলচ্চিত্রের শুটিংয়ের জন্যে বর্তমানে চাঁদপুরে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আর চাঁদপুর যে ইলিশের জন্য জগদ্বিখ্যাত তাতো অজানা নয় কৌশানীর। তাই চলচ্চিত্রটির প্রযোজকের কাছে ইলিশ কিনে দেওয়ার দাবি জানিয়ে রেখেছেন তিনি।
দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান কৌশানী।
কলকাতায় ফেরার সময়ে ইলিশ নিয়ে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে হেসে কৌশানী বলেন, “প্রযোজকের কাছে দাবি করেছি, ফেরার সময় যেন আমাকে অনেকগুলো ইলিশ মাছ দেওয়া হয়। আমরা তো বাজার থেকে ইলিশ কিনে খাই। কিন্তু ওই ইলিশের জন্ম তো চাঁদপুরেই। টাটকা ইলিশ পাওয়া যাবে। আমার বাবা-মাকেও ইলিশের কথা বলে এসেছি। তারাও অপেক্ষা করছেন।”
আরও পড়ুন- রিপোর্ট: ঢাকায় আসছেন কৌশানী
শুধু যে কলকাতায় ফেরার সময়েই ইলিশ নিয়ে যাবেন তাই না, চাঁদপুরে বসেই ইলিশের স্বাদ নিতে চান এই টলিউড অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার শুটিং চাঁদপুরে। তবে সত্যিই যদি পরিচালক ও প্রযোজক আমাকে ছুটি দেন, তাহলে আমার কিছু প্রিয় জায়গায় ঘুরতে যাব। এখানে কিছু বন্ধুবান্ধবও হয়েছে। সেবার এসে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। যদিও এবার ডায়েটে আছি, তারপরও অল্প অল্প করে কিছু খাবার খেতে চাই। বিশেষ করে ইলিশ।”
পূজন মজুমদারের পরিচালনায় এ চলচ্চিত্রে কৌশানীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। এছাড়া, আরও থাকছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ দুই বাংলার অভিনেতারা।
উল্লেখ্য, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ও শামীম আহমেদ রনির পরিচালনায় “লাভ ভেলকি লাগ” ও “ছুটি” নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন কৌশানী।
মতামত দিন