লায়লা ২০১২ ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন
প্রথমবারের মতো চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন ২০১২ ক্লোজআপ চ্যাম্পিয়ন সুলতানা ইয়াসমিন লায়লা। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং-ও সম্পন্ন করা হয়েছে বলে জানান লায়লা।
আবু তাওহীদ হিরণের লেখা, নাজির মাহমুদের সুর এবং মুশফিক লিটুর সংগীতে “কন্যা বিসর্জন” নামের গানটিতে কণ্ঠ দেন তিনি। আবু তাওহীদ হিরণের পরিচালনায় “আদম” চলচ্চিত্রের জন্য নির্মাণ করা হচ্ছে ফোক ধাঁচের এই গানটি।
গান সম্পর্কে লায়লা জানান, চলচ্চিত্রের জন্য গানটি বেশ গুরুত্বপূর্ণ। নায়িকার বিয়ের পরের দুর্দশাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই গানে।
তিনি আরও জানান, চলচ্চিত্রের গানের আলাদা এক ধরনের আবেদন রয়েছে। আর পরিচালক নিজে গানের প্রতিটি বিষয় হাতে ধরে করিয়েছেন তাই গানটিও ভালো হয়েছে।
২০১২ থেকে ২০২১ বেশ দীর্ঘ সময় পর বড় পর্দায় কাজ শুরু করা নিয়ে লায়লা জানান, তিনি ফোক গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর বর্তমানে এ ধরনের চলচ্চিত্র তেমন একটা নির্মাণ করা হয় না। তাই এতোদিন চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া হয়নি।
সম্প্রতি সাউন্ডটেক-এর ব্যানারে “নাকফুল” গানের ভিডিও প্রকাশের পরপরই দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান লায়লা। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই আরও ১৫টি গানে কণ্ঠ দিবেন তিনি।
অন্যদিকে, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, ঐশী, ইয়াশ রোহান, অ্যালেন শুভ্র, আফফান মিতুল অভিনীত “আদম” চলচ্চিত্রটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান পরিচালক আবু তাওহীদ হিরণ।
মতামত দিন