এ মাসেই সৌরভের বায়োপিকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে
মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিনের পর আরেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক আসার খবর জানার পরপরই অনেকের মনে প্রশ্ন ছিল বড় পর্দায় কে ফুটিয়ে তুলবেন “প্রিন্স অব কলকাতা”কে। শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর কাপুর বা টলিউডের পরমব্রত চট্টপাধ্যায়ের মধ্যে কেউ একজন সৌরভের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু এই দুজনের কেউই থাকছেন না সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বায়োপিকে সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় রণবীর কাপুরকে প্রস্তাব দেওয়া হলে তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ হিসেবে ক্রিকেটের চেয়ে ফুটবল খেলাকে বেশি পছন্দ করার কথা বলেন তিনি। এছাড়া, সঞ্জয় দত্ত ব্যতীয় আর কারও বায়োপিকে অভিনয়ের ইচ্ছা নেই বলেও জানান তিনি।
আরও পড়ুন- আসছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক
অন্যদিকে, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের জন্যে বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম উঠে আসলেও ছবির নির্মাতা লাভ রঞ্জনের তেমন আগ্রহ নেই পরমব্রতকে নিয়ে।
রণবীর-পরমব্রত দুজনের কেউই না থাকায় সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় কাকে দেখা যাবে সে প্রসঙ্গে লাভ রঞ্জনের বক্তব্য, “বায়োপিকে সৌরভ নিজেই অভিনয় করতে পারেন, সে সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। সৌরভ গাঙ্গুলীর চেয়ে তাকে আর কে ভালো জানে? তবে এই মুহূর্তে, চিত্রনাট্য অর্ধেকও প্রস্তুত নয়। চিত্রনাট্য প্রস্তুত হলে হলে নির্মাতারা তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
শোনা যাচ্ছে, এ মাসেই লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৌরভের বায়োপিক তৈরির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
মতামত দিন