‘গ্ল্যামারাস নয়, দীঘি ও বনিকে অভিনয়প্রধান চরিত্রে দেখা যাবে’
সম্প্রতি নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির।
প্রথম চলচ্চিত্র “তুমি আছো তুমি নেই” তেমন সাড়া না ফেললেও দীঘির ব্যস্ততা ভালোই বেড়েছে। পুরোদমে কাজও শুরু করেছেন তিনি। তারই প্রেক্ষিতে এবার কলকাতার এ সময়ের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তের বিপরীতে একটি চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছেন দীঘি।
শাপলা মিডিয়ার প্রযোজনায় ও বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় “মানব দানব” চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা।
সবকিছু ঠিক থাকলে এ বছরের অক্টোবরেই শুটিং শুরু হচ্ছে এই ছবির।
এ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দীঘি বলেন, “বনি সেনগুপ্তর কাজ দেখেছি। তিনি ভালো অভিনয় করেন। আশা করছি দর্শকদের কাছে আমাদের যুগলবন্দি ভালো লাগবে।”
পরিচালক বজলুর রাশেদ চৌধুরী বলেন, মানব দানবের গল্প একটি জেলেপাড়াকে কেন্দ্র করে। তাই গ্ল্যামারাস রূপে নয়, দীঘি ও বনিকে অভিনয়প্রধান চরিত্রেই দেখতে পাবেন সবাই।
এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনাতেই “টুঙ্গিপাড়ার মিয়াভাই” চলচ্চিত্রে সর্বশেষ দেখা গেছে দীঘিকে।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে এবং বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন “বঙ্গবন্ধু” চলচ্চিত্রেও দেখা যাবে দীঘিকে।
মতামত দিন