প্রেমিক সিদ্ধার্থের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভেঙে পড়েছেন শেহনাজ গিল
প্রেমিক সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পর সব শুটিং বন্ধ করে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। প্রকাশ্যে কোথাও উপস্থিত হননি এমনকি গণমাধ্যম থেকেও থেকে দূরে ছিলেন। সিদ্ধার্থের মৃত্যুতে শোকগ্রস্ত শেহনাজ এখনও শুটিং শুরু করেননি। তবে কাজ তো আর চাইলেও অনন্তকাল ফেলে রাখা যায় না।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে, শেহনাজ গিলের আসন্ন চলচ্চিত্র “হঁসলা রাখ”-এর পরিচালক দলজিৎ থিন্ড বলেছেন, “তিনি এখনও কাজে ফিরে আসেননি। আমরা তার মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছি।”
সিনেমায় পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঁঝের সঙ্গে শেহনাজ গিল সহ-অভিনয় করবেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আরও পড়ুন- সিদ্ধার্থের মা: বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে
দলজিৎ থিন্ড জানান, আমরা শিগগিরই শেহনাজ গিলের কাজ শুরুর অপেক্ষায় রয়েছি। আমরা মূলত ১৫ সেপ্টেম্বর লন্ডনে ছবির প্রমোশনাল গানের শুটিং করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু শেহনাজের শারীরিক অবস্থার কথা ভেবে তা পিছিয়ে দিতে হয়েছে। আমরা একটি নতুন তারিখ চূড়ান্ত করব। আমি চাই যে শেহনাজও এর একটি অংশ হোক, কারণ তিনি এই ছবির অবিচ্ছেদ্য অংশ।
নির্মাতার আশা সেপ্টেম্বরের শেষের দিকেই গানটির শ্যুটিং সেরে ফেলার মতো অবস্থায় চলে আসবেন শেহনাজ।
বিগ বস-১৩ চলাকালে শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লা প্রেমে পড়েছিলেন এবং তিনি ছিলেন বিজয়ী। যদিও তারা কখনও তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু তাদের বাস্তব জীবনের বন্ধুত্ব ভক্তদের সবসময়ই ভিন্ন কিছু ভাবিয়েছে।
আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিগ বস তারকা সিদ্ধার্থ
গুঞ্জন উঠেছিল ডিসেম্বরেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে “সিডনাজ” নামে রয়েছে অসংখ্য ফ্যান পেজ। তবে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া বিনোদন জগতে। হাসিখুশি এবং চনমনে সিদ্ধার্থের এমন আচমকা চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার বন্ধুবান্ধব ও সহকর্মীরা।
ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠেও বুকের ব্যথা অনুভব করেন সিদ্ধার্থ। পরিবারের সদস্যরা তাকে পানি থেকে দিলে তা খেতে খেতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। ডাক্তারের পরামর্শে তাকে সঙ্গে সঙ্গে কুপার হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মতামত দিন