তিনি জানান, কিছুদিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজ করার কথা চলছিল
দীর্ঘ বিরতির পর নতুন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় আসছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। জানা গেছে, শামীমের নির্দেশনায় প্রসাধনী ব্র্যান্ড “কুমারিকা”র একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
বিষয়টি নিশ্চিত করে পূর্ণিমা নিজেই বলেন, “কিছুদিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজ করার কথা চলছিল। তাই কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।”
বড় পর্দায় অনিয়মিত হলেও পছন্দের কাজ পেলে ছোট পর্দা কিংবা ওয়েব সিরিজে নিয়মিত হওয়ার ইচ্ছা পূর্ণিমার। সম্প্রতি নির্মাতা অমিতাভ রেজার ওয়েব সিরিজ “মুন্সিগিরি”তেও অভিনয় করেছেন তিনি।
এছাড়া, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত “গাঙচিল” ও “জ্যাম” চলচ্চিত্রেও দেখা যাবে পূর্ণিমাকে।
পূর্ণিমা জানান, কোভিড মহামারির কারণে শুটিং বন্ধ থাকার পর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে আবারও “গাঙচিল” চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
পূর্ণিমা কিছুদিন আগেই চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়া এ অভিনেত্রী জানান, শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড চলচ্চিত্র শিল্পীদের অনেক দিনের একটি স্বপ্ন। তাই এর সঙ্গে যুক্ত হতে পারাটা অনেক আনন্দের। চলচ্চিত্র শিল্পীদের এই দুর্দিনে সকলের ঐক্যবদ্ধ থাকাটা জরুরি। সবাই এক হয়ে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব।
মতামত দিন