জেমসের আইনজীবী জানান, মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে
টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে কবে মামলা করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর ম্যানেজার রুবাইয়াত ঠাকুরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানায় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
কপিরাইট মামলা সম্পর্কে জানতে চাইলে বাংলালিংকের কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রধান অঙ্কিত সুরেকা বলেন, “একটি কমপ্লায়েন্ট এবং আইন মেনে চলা কোম্পানি হওয়ায় আমরা কপিরাইট আইনসহ দেশের প্রতিটি আইনকে সম্পূর্ণ সম্মান করি। আমরা এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নোটিশ পাইনি। তাই, বিস্তারিত না জেনে এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।”
সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জেমসের ম্যানেজার বলেন, “আমরা আমাদের আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ নিতে গিয়েছিলাম এবং কপিরাইট লঙ্ঘনের জন্য এখন বাংলালিংকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।”
আরও পড়ুন- মামলা করতে আদালতে গেলেন জেমস
রুবাইয়াত আরও বলেন, “আমরা এখনও তারিখের বিষয়ে সিদ্ধান্ত নিইনি এবং সিদ্ধান্তে আসার পর তারিখটি ঘোষণা করা হবে।”
এ বিষয়ে জেমসের আইনজীবী তাপস কুমার পাল বলেন, “আমি এই মুহূর্তে মামলার বিবরণ সম্পর্কে কথা বলতে চাই না। মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।”
রবিবার মামলাটি গ্রহণে আদালতের অস্বীকৃতির প্রসঙ্গে তাপস বলেন, “বাংলালিংক জেমসের কপিরাইট এবং সাধারণ অধিকার লঙ্ঘন করে জেমসের কাজগুলোকে মোবাইল সামগ্রী এবং অন্যান্য উপায়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে এবং তার গ্রাহকদের মধ্যেও বাণিজ্যিক লাভের জন্য প্রচার করছে।”
তাপস বলেন, “বাংলালিংককে জেমসের কাজ বাণিজ্যিক লাভের জন্য ব্যবহার না করতে একাধিকবার বলা হয়েছে। তারা বলেও ছিল গানগুলোর ব্যবহার বন্ধ করবে কিন্তু কখনোই তা করেনি। এই পরিস্থিতিতে, জেমস কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে তাকে গুলশান থানায় আইনি সহায়তা চাইতে পরামর্শ দেন।”
মতামত দিন