এ মাসেই তার ঢাকায় আসছেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী
ওপার বাংলার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি সম্প্রতি একটি বাংলাদেশি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে “পিয়া রে” চলচ্চিত্রে অভিনয় করবেন কৌশানী। আর সে জন্যই ঢাকায় আসছেন তিনি।
শাপলা মিডিয়ার বরাত দিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, এ মাসেই শুটিং শুরু হচ্ছে “পিয়া রে” ছবির। তাই কৌশানীও ঢাকায় আসছেন এ মাসের শেষ সপ্তাহে।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস পরিস্থিত এখন স্বাভাবিকের পথে। লকডাউনও আর নেই। আগামী ২৬ সেপ্টেম্বর তাই শুটিংয়ের জন্য ঢাকায় আসছেন কৌশানী।
তিনি জানান, ইতোমধ্যে ছবির শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়ে গেছেন তারা। রাজধানীর পূবাইল ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন এই টলি তারকা।
পূজন মজুমদারের পরিচালনায় এ চলচ্চিত্রে কৌশানীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। এছাড়া আরও থাকছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ দুই বাংলার অভিনেতারা।
উল্লেখ্য, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ও শামীম আহমেদ রনির পরিচালনায় “লাভ ভেলকি লাগ” ও “ছুটি” নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন কৌশানী।
মতামত দিন