বিগবসের এ রায় প্রথম টুইটারে ফাঁস করেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী গওহর খান
প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো “বিগবস”। এবারের আসরে চ্যাম্পিয়ন হলেন দিব্যা আগারওয়াল।
প্রথম রানার আপ হয়েছেন নিশান্ত এবং দ্বিতীয় রানার আপ শমিতা শেঠি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিগবসের এ রায় প্রথম টুইটারে ফাঁস করেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী গওহর খান।
তিনি দিব্যাকে অভিনন্দন জানিয়ে লেখেন, “অভিনন্দন দিব্যা! খুব ভালো খেলেছো, শমিতা, নিশান্ত। প্রতীক তোমার সঙ্গে দেখা হবে বিগবস ১৫-র মঞ্চে।”
চ্যাম্পিয়নের ট্রফি ছাড়াও ২৫ লাখ টাকার পুরস্কার পেয়েছেন দিব্যা। তাকে দেখা যাবে বিগবসের ১৫তম আসরের মঞ্চে।
গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি ছিলেন রীতেশ-জেনেলিয়া। এবার ওটিটির পর্ব শেষ।
জানা গেছে, শিগগিরই শুরু হবে বিগ বসের ১৫তম আসর।
বিগবসের ওটিটি রাউন্ডেই উপস্থাপকের ভূমিকায় থাকার কথা ছিল সালমান খানের। তবে শুটিংয়ের ব্যস্ততায় এখনও উপস্থাপনায় আসেননি সালমান। এবারে পর্ব উপস্থাপনা করছেন বলিউড নির্মাতা ও উপস্থাপক করন জোহর। তবে শিগগিরই মঞ্চে ফিরবেন বলিউড ভাইজান।
বর্তমানে স্পেনে অবস্থান করছেন তিনি৷ সেখানে টাইগার সিরিজের তৃতীয় সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেধেছেন ক্যাটরিনা কাইফ। এর আগে রাশিয়া ও মুম্বাইয়ের বেশ কিছু লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।
মতামত দিন