ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, 'সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর'
কিছুদিন আগেই মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ইতোমধ্যে তিনি কাজেও ফিরেছেন। সম্প্রতি ঢাকাই ছবির এ নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তার হাতে ছিল সিগারেট। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিগারেট হাতে পোজ দিয়ে ফেসবুকের ভেরিফাইড পেইজে পোস্ট করেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ''সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"।
বিষয়টির সমালোচনা করে সোহেল তাজ ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, "একজন সেলিব্রেটির উচিত তার নেতিবাচক কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করা। এরকম অশোভন আচরণও একজন সেলিব্রিটির থেকে কাম্য নয়। এটি ছেলেমেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"
সোহেল তাজ আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের সঙ্গে জড়িয়েই বড় হচ্ছে শিশু-কিশোররা। তারা ডিজিটাল মাধ্যম ব্যবহারে পটু, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দৃষ্টি বিদ্যমান। এমন একটি স্পর্শকাতর সময়েই হাতের তালুতে মেহেদি দিয়ে আঁকা ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে ভয়াবহ অশ্লীলতার ইঙ্গিত দিয়েছেন পরীমণি। যা নিয়ে নানান মহলে সমালোচনার ঝড় উঠেছে।
শিশু-কিশোররা বয়জ্যেষ্ঠ কাউকে কিছু করতে দেখে সেটি শিখে তা নিজেও প্রদর্শন করলে চরম বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে মনে করছেন দেশের সচেতন নাগরিক ও অভিভাবকরা। তাছাড়া পরীমণি একজন নায়িকা হিসেবে, তিনি ‘পাবলিক ফিগারও’ বটে! তার এমন আচরণের প্রভাবে শিশু-কিশোররা অসময়ে যৌন আচরণ প্রদর্শন করার শঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যা আমাদের আন্ত:সামাজিক ও কৃষ্টি-কালচারের সঙ্গে কোনভাবেই যায় না।
মতামত দিন