নতুন বিয়ের পরে তিনি স্বামীকে নিয়ে হানিমুনে না গিয়ে, বিয়ের পরের দিনই স্বামী রাকিব সরকারকে নিয়ে নিজের গ্রামের বাড়ি রাজশাহীতে যান মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও বিয়ে করে আলোচনায় এসেছেন। গত ১৩ সেপ্টেম্বর তিনি তার ফেসবুক প্রোফাইলে বিয়ে করেছেন বলে তার ভক্তদেরকে জানান। তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দুইজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
তবে, নতুন বিয়ের পর মাহিয়া মাহি হানিমুনে না গিয়ে, বিয়ের পরের দিনই স্বামী রাকিব সরকারকে নিয়ে নিজের গ্রামের বাড়ি রাজশাহীতে যান তিনি। স্বামীর সাথে দুইদিন একান্তে সময় কাটিয়ে ঢাকায় ফেরেন মাহি। এরপর বিয়ের চার দিনের দিন নতুন স্বামীকে সাথে নিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ সিনেমার শুটিং মাহি তার বিয়ের আগে থেকেই করে আসছিলেন। বিয়ের চার দিন পর বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আবারও শুটিং-এ যোগ দেন মাহি। এমনকি সাথে নতুন স্বামী রাকিবকেও শুটিংয়ে নিয়ে আসেন।
মাহি বলেন, “আমি এখন পুরোপুরি কাজে মনোযোগী হতে চাই। তাই বিয়ের পরের সব কাজ গুছিয়ে দ্রুতই কাজে ফিরলাম। যেহেতু করোনাভাইরাসের কারণে অনেক কাজ আটকে আছে, দ্রুত সেগুলো শেষ করতে চাই।”
মতামত দিন