ঢাকার বিভিন্ন লোকেশনে ৬ পর্বের এই ওয়েব সিরিজের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তসনুভা তিশা গত বছর শিহাব সাহীন পরিচালিত "আগস্ট ১৪" ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এ বছর "অরা" নামের আরেকটি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আবারও পর্দা মাতাতে আসছেন তিনি।
অরা ওয়েব সিরিজ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, "অন্যরকম একটা গল্প নিয়ে 'অরা' নির্মিত হয়েছে। এ রকম চরিত্রে আগে অভিনয় করিনি। আমার জন্য এটি এক নতুন অভিজ্ঞতা। আশা করছি, দর্শকের ভালো লাগবে।"
ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে এই ওয়েব সিরিজের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গল্প লিখেছেন মারুফ রহমান ও তানিম পারভেজ। চিত্রনাট্য লিখেছেন ইমতিয়াজ হাসান শাহরিয়ার। পরিচালনা করেছেন তানিম পারভেজ।
"অরা" ওয়েব সিরিজে তাসনুভা তিশার বিপরীতে রয়েছেন এসএফ নাঈম। এছাড়া, এতে দেখা যাবে শর্মিলী আহমেদ, পার্থ বড়ূয়া, শতাব্দী ওয়াদুদ, দীপ্তিময় দীপ্তি, অশোক ব্যাপারী প্রমুখকেও।
৬ পর্বের ওয়েব সিরিজটি রেডপ্যাড স্টুডিওর ব্যানারে খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাবে।
মতামত দিন