মাহিকে অভিনন্দন জানিয়েছেন শোবিজ জগতের আরও অনেকেই
গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেছেন ঢালিউডের অভিনেত্রী মাহিয়া মাহি। এটি তার তৃতীয় বিয়ে। রবিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট মাহি নিজেই এ তথ্য জানিয়েছেন।
মাহি এমন খুশির সংবাদে তাকে অভিনন্দন জানিয়েছেন তার বান্ধবী-অভিনেত্রী নুসরাত ফারিয়া।
তিনি মাহিয়া মাহির পোস্টে মন্তব্য করেছেন, “অভিনন্দন মাহি, ভালোবাসা নে”। সেই মন্তব্যের উত্তরে মাহি লিখেছেন, “দোয়া করিস”।
আরও পড়ুন- বিয়ে করলেন মাহিয়া মাহি
কেবল নুসরাত ফারিয়া নন, মাহির বিয়ের ছবিতে মন্তব্য করেছেন শোবিজের আরও অনেকেই। তার সহশিল্পী, কলাকুশলী, ঘনিষ্ঠজন এবং ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এ তালিকায় আছেন নায়িকা পূর্ণিমা, গায়িকা বাঁধন সরকার পূজা, নির্মাতা শিহাব শাহীন, ইফতেখার চৌধুরী, নায়িকা জাহারা মিতু প্রমুখ।
এর আগে রবিবার মধ্যরাতে বিবাহ রেজিস্টারে স্বাক্ষরের মুহূর্তের তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।”
উল্লেখ্য, মাহিয়া মাহির এটি তৃতীয় বিয়ে। সর্বশেষ তিনি সংসার করেছেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে। চলতি বছরের মে মাসেই সে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। অন্যদিকে ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে রয়ছে দুটো সন্তান।
মতামত দিন