এর আগে ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিল ছবিটি
উত্তর আমেরিকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশি পরিচালক অমিতাভ রেজার “রিকশা গার্ল”। আগামী ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবে “রিকশা গার্ল” দেখানো হবে ৯ অক্টোবর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অমিতাভ রেজা নিজেই এ সুখবর দিয়েছেন।
মার্কিন লেখক মিতালি পারকিনস ভারতীয় বংশোদ্ভূত। তার কিশোর উপন্যাস “রিকশা গার্ল”-কে বড় পর্দার জন্য তৈরি করেছেন অমিতাভ রেজা চৌধুরী। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নাইমা নামের এক কিশোরী। নাইমার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশি তরুণ অভিনয়শিল্পী নভেরা রহমান।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে নাইমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নভেরার মা মোমেনা চৌধুরী। আরও আছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও চলচ্চিত্রটির বেশির ভাগ সংলাপ ইংরেজিতে।
নাইমা নামের ওই কিশোরীর বাবা রিকশা চালাত। বাবা অসুস্থ হওয়ায় সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বাবা অসুস্থ হয়ে এখন ঘরেই থাকে। একসময় সে পালিয়ে ঢাকায় এসে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। কিন্তু কাজ তার ভালো লাগে না। সে রিকশা চালানো শুরু করে। তবে মেয়ে হওয়ায় রিকশা চালাতে গিয়ে নানা ঝামেলার সম্মুখীন হয় সে। তাই পুরুষের ছদ্মবেশ নেয়।
ফেসবুকে অমিতাভ রেজা জানিয়েছেন, “এ বছর মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটির উত্তর আমেরিকা সফর। এটি এই চলচ্চিত্রের দ্বিতীয় আন্তর্জাতিক সফর।”
তিনি বলেন, “রিকশা গার্ল ছবির কলাকুশলীদের জন্য মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব বেশ গুরুত্বপূর্ণ। কারণ, উৎসবটি মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব।”
মিতালি পারকিনসের লেখা “রিকশা গার্ল” উপন্যাসটি উত্তর আমেরিকায় বিপুল সমাদৃত। আর তাই অঞ্চলের দর্শকেরা চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছেন দীর্ঘদিন থেকে। এ কারণে চলচ্চিত্রটি নির্মাণের সময় প্রযোজক এরিক জে অ্যাডামস তার দর্শকের কথা বিশেষভাবে মাথায় রেখেছিলেন।
উল্লেখ্য, এর আগে ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিল “রিকশা গার্ল”।
মতামত দিন