গত মাসেই এই ছবিতে কাজ করার জন্যে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া
গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘‘গুনিন’’ চলচ্চিত্রে কাজ করার জন্যে গত ২৮ আগস্ট চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে বুধবার (৮ সেপ্টেম্বর) এই চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রটি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, “শিডিউলজনিত একটা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয়।”
প্রসঙ্গত, গিয়াসউদ্দিন সেলিমের চলচ্চিত্র থেকে নুসরাত ফারিয়ার সরে আসার ঘটনা এটাই প্রথম না। এর আগেও এই খ্যাতিমান পরিচালকের একাধিক চলচ্চিত্রে কাজ করার কথা থাকলেও করা হয়নি ফারিয়ার।
আরও পড়ুন- আসছে নুসরাত ফারিয়া-শরিফুল রাজ জুটি
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘‘গুনিন’’ অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হবে। ওটিটি প্ল্যাটফর্মের জন্যে নির্মিত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। এই চলচ্চিত্রে কাজ করার জন্য ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং শরীফুল রাজ চুক্তিবদ্ধ হয়েছিলেন। অক্টোবরে এই চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা।
এদিকে, আজ (৮ সেপ্টেম্বর) নুসরাত ফারিয়ার জন্মদিন। বর্তমানে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত তিনি।
নুসরাত ফারিয়ার হাতে রয়েছে বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এছাড়া, কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ হাজরার বিপরীতে ‘‘বিবাহ অভিযান ২’’ চলচ্চিত্রটিও করার কথা রয়েছে তার।
মতামত দিন