সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে গুঞ্জন ছিল দাদাগিরি সিজন ৯ এর সঞ্চালনায় তাকে নাও দেখা যেতে পারে
বিগত প্রায় এক দশক থেকে জি বাংলায় প্রচার হচ্ছে “দাদাগিরি” রিয়েলিটি শো। আর এই শো এর সঞ্চালনায় ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সঞ্চালনায় তিনি নিত্যনতুন মাইলস্টোন ছুঁয়েছেন। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে গুঞ্জন ছিল দাদাগিরি সিজন ৯ এর সঞ্চালনায় তাকে নাও দেখা যেতে পারে।
তবে এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে দাদা খ্যাত এই সঞ্চালক সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছে আবারও এই শো’য়ের সেটে ফিরেছেন তিনি।
দাদাগিরির সেট থেকে সরাসরি একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আরও একটি সিজনের শুরু”। এই ঘোষণা ইতোমধ্যেই এক লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন
এদিকে সৌরভের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তার অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। কমেন্ট বক্সে নিজেদের এক্সাইটমেন্টের কথা জানাতে ভোলেননি তারা।
গায়ক অনীক ধর লিখেছেন, “দাদা, তোমার গুগলিতে এবার কিন্তু আমি আউট হব না”।
প্রসঙ্গত, ২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল এই রিয়েলিটি শো। এরপর থেকে সাতটি সিজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সৌরভ তবে, শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। শোনা যায়, সেবার চ্যানেলের টিআরটি পড়েগিয়েছিল। তাই আবার ফিরিয়ে আনা হয় সৌরভকেই। চলতি বছরও গুজব ছড়িয়ে ছিল সৌরভ নাকি, সরে দাঁড়াচ্ছেন দাদাগিরি থেকে, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে স্বমহিমায় ফিরছেন তিনি। দর্শকদের সরাসরি অংশগ্রহণে এর প্রতিটি পর্ব সাজানো হয়। দাদাগিরি-র সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালে। ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের জন্য তা স্থগিত হয়।
মতামত দিন