এ মন্তব্যের জন্যে জাভেদ আখতারের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে
সশস্ত্র সংগঠন তালেবানের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তুলমামুলক মন্তব্য করে ভারতীয় গীতিকার ও রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার তোপের মুখে পড়েছেন। এ নিয়ে জাভেদ আখতারকে করজোড়ে ক্ষমাও চাইতে বলেছে বিজেপি নেতারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
শুক্রবার ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির একটি অনুষ্ঠানে জাভেদ আখতার বলেন, "তালেবানরা যেমন একটি ইসলামিক দেশ বানাতে চায়, তেমনি অনেকে আছে যারা হিন্দু জাতি গঠন করতে চায়। এসব মানুষের পরিচয় মুসলমান, খ্রিষ্টান, ইহুদি বা হিন্দু যাই হোক না কেন আসলে তারা একই মতাদর্শের অনুসারী।"
তিনি আরও বলেন, "অবশ্যই তালেবানরা বর্বর এবং তাদের কর্মকাণ্ড নিন্দাজনক। কিন্তু যারা আরএসএসকে সমর্থন করে, তারা সবাই আসলে একই ধরণের।"
জাভেদ আখতারের ধারণা, ভারতীয় মানুষকে বুঝতে পারার পুরো সক্ষমতা তার রয়েছে। ভারতে বসবাসকারী বেশিরভাগ মানুষ ধৈর্যশীল। ভারত কখনোই একটি তালেবান দেশে পরিণত হবে না।
জাভেদ আখতারের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিজেপি নেতাদের। সামাজিক যোগাযোগমাধ্যম টূইটারে বিজেপি নেতা ও মহারাষ্ট্রের বিধানসভার সদস্য রাম কদম বলেন, "'জাভেদ আখতার যদি করজোড়ে সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে তার এবং তার পরিবারের কোন সদস্যের চলচ্চিত্র মহারাষ্ট্রে চলতে দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "ওই বক্তব্য দেয়ার আগে তার ভাবা উচিত ছিল যে, এই সংঘ পরিবারের সদস্যরাই এখন এই দেশের রাজনীতি পরিচালনা করে। তারা রাজ ধর্ম অনুসরণ করে। আমাদের যদি তালেবানের মতাদর্শ থাকতো, তাহলে কি তারা এই ধরণের বক্তব্য দিতে পারতো? এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে, তার বক্তব্য কতটা ভিত্তিহীন।"
এ মন্তব্যের জন্যে জাভেদ আখতারের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ করা হবে বলেও জানান রাম কদম।
রাম কদমের সঙ্গে সুর মিলিয়েছেন বিজেপির মহারাষ্ট্র শাখার একজন আইন পরামর্শক আশুতোষ দুবেও। টুইটারে তিনি বলেন, "তালেবানের সঙ্গে আরএসএসকে তুলনা করায় সংশ্লিষ্ট থানায় (মুম্বাই পুলিশ) তিনি জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।"
মতামত দিন