সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া ‘শাহেনশাহ’ চলচ্চিত্রে এ জুটিকে দেখা গিয়েছিল
বড় পর্দার পর এবার ছোট পর্দায় জুটি বাঁধছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও নুসরাত ফারিয়া। তবে কোনো নাটক কিংবা টেলিফিল্মে নয়, বার্জার পেইন্টসের একটি বিজ্ঞাপনে জুটি হয়ে আসছেন তারা।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মেরাদিয়ার একটি বাড়িতে সামিউর রহমানের পরিচালনায় এবং দিদারুল ইসলাম শিশিরের প্রযোজনায় বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন শাকিব-ফারিয়া।
জানা গেছে, সোমবার ও মঙ্গলবার মোট দু’দিন চলবে বিজ্ঞাপনের শুটিং। প্রযোজনা সংস্থা ইন্ডি রিলস প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা।
এ বিষয়ে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনকে ফারিয়া বলেন, “আগামী দু’বছরের জন্য আমরা বার্জার পেইন্টসের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করব। বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে এই পথচলা শুরু হলো।”
শাকিব ও ফারিয়া এর আগে টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনে একত্রে কাজ করেছিলেন। এই জুটি অভিনীত “শাহেনশাহ” চলচ্চিত্রটি গত বছর মুক্তি পেয়েছিল।
মতামত দিন