পুলিশ জানিয়েছে, প্রেমিকের হয়ে চাঁদাবাজি করতেন ‘মাদ্রাজ ক্যাফে’ খ্যাত অভিনেত্রী লীনা মারিয়া পাল
২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগে ‘মাদ্রাজ ক্যাফে’ খ্যাত অভিনেত্রী লীনা মারিয়া পাল এবং তার প্রেমিক এস চন্দ্রশেখরকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ। নীলার প্রেমিক এস চন্দ্রশেখরই মূলত প্রতারণা এবং চাঁদাবাজির মূল হোতা। পুলিশ জানিয়েছে, প্রেমিকের হয়ে চাঁদাবাজি করতেন নীলা।
রবিবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং তাদের গ্রেপ্তার করে। তাদের দুই জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০, ১২০ (বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, অভিনেত্রী লীনা মারিয়া পাল এবং তার প্রেমিক এস চন্দ্রশেখর মুম্বাইয়ের আন্ধেরিতে বেআইনি চিটফান্ড সংস্থা খোলেন। এই চিটফান্ড সংস্থা এক হাজার লোকের থেকে খুব অল্প সময়ে টাকা দশগুণ হওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ তোলে। এই এক হাজার লোক ৫ হাজার থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন। পরবর্তীতে বিনিয়োগকারীরা সেই অর্থ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। একের পর এক অভিযোগ আসতে থাকায় পুলিশ বিষয়টি আমলে নেয়। পরবর্তীতে পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে।
প্রতারিতদের মধ্যে আছেন অনেক চিকিৎসক এবং অভিনয় শিল্পী। এমনকি অভিনেত্রী রাখি সাওয়ান্তও নাকি অর্থ বিনিয়োগ করেছেন এখানে। গ্রাহকদের বিশ্বাস অর্জনে তারা তাদের সাথে নকল চুক্তিতে সই করতেন বলেন বলেও জানা গেছে।
পুলিশের যুগ্ম কমিশনার ধনঞ্জয় কামলাকার বলেন, “অভিনেত্রী লীনা মারিয়া পাল এবং তার প্রেমিক এস চন্দ্রশেখর বাহারি জীবনযাপনের মাধ্যমে বিত্তশালীদের বিনিয়োগে আকর্ষণ করতেন। নীলার কোনো নির্দিষ্ট আয়ের উৎস নেই। পুলিশ তার কাছ থেকে দামী ঘড়ি এবং গাড়ি জব্দ করেছে।”
মতামত দিন