পাড়ার লোকের সন্দেহ হয়, অত রাতে মুনমুনই হয়ত কাউকে ধরে মারধর করছেন
কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জে খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন এক ডেলিভারি বয়। সেখানে তার সঙ্গে দেখা হয় আরেক ডেলিভারি বয়ের। তাদের মধ্যে পূর্বশত্রুতা থাকায় শুরু হয় মারামারি। মার খেয়ে তাদেরই একজন ঢুকে পড়েন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেনের বাসায়। মাঝরাতে শুরু হয় হৈ-চৈ।
শনিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
পুলিশ সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ‘‘প্রাণ বাঁচাতে’’ ওই ডেলিভারি বয় মুনমুনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বীর তাড়া খেয়ে তিনি ঢুকে পড়েন বাড়িটিতে।
শুধু তাই নয়, নিরাপত্তারক্ষীর নজরে এড়িয়ে মুনমুনের বাড়ির এক তলায় উঠে সাহায্য চেয়ে চিৎকার শুরু করেন তিনি। হৈ-চৈ শুনে বাড়ির সামনে জড়ো হন পাড়ার কিছু লোক। তাদের সন্দেহ হয়, মুনমুনই হয়ত কাউকে ধরে মারধর করছেন। যার জেরে আরও চেঁচামেচি শুরু হয় বাইরে। বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসেন মুনমুনও। এরপর নিরাপত্তারক্ষী ওই ডেলিভারি বয়কে বাড়ির বাইরে বের করে আনেন।
এ ঘটনায় রবিবার স্থানীয় সময় সকালে বালিগঞ্জ থানায় অভিযোগ করেছেন মুনমুন। তার অভিযোগ পেয়ে তদন্তে নেমে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মারামারি করাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
মতামত দিন