গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ‘হল অব ফেম’-এ নাম উঠেছে দলটির
বিশ্বব্যাপী জনপ্রিয় কোরিয়ান গানের দল বিটিএস আবারও নাম লিখিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ। তবে এবার কোনো রেকর্ড করে নয় বরং সর্বোচ্চবার রেকর্ড করার জন্য নাম উঠেছে তাদের।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এক টুইটারে এ তথ্য জানিয়েছে বলেছেন, আগামী বছর বিটিএস-কে “হল অব ফেম”-এ অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিটিএস-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তাই তাদের এই বিরল সম্মাননার পেছনে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তারা।
জনপ্রিয়তায় শীর্ষ স্থানে থাকা বিটিএস শুরু থেকেই নতুন নতুন রেকর্ড গড়ে চমকে দিয়েছে সবাইকে। শুধুমাত্র গত বছরেই তারা নতুন ২৩টি রেকর্ড করেছে। কোরিয়ান এই ব্যান্ডটি ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেকেও পেছনে ফেলে স্পটিফাই-এ এক নম্বর স্থানে অবস্থান করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিটিএস অনুরাগীদের সংখ্যা সর্বোচ্চ। টুইটার ও ইন্সটাগ্রামে সর্বোচ্চ ভক্ত ও অনুরাগীর সংখ্যা তাদের। এমনকি টিকটকে সবচেয়ে দ্রুত ১০ লাখ অনুসারী পাওয়ার রেকর্ডও বিটিএস-এর। যে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটিতে।
তবে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েই নয়। গান ও গানের অ্যালবাম দিয়েও রেকর্ড করেছেন তারা। ২০২০ সালের মে মাসে প্রকাশিত “বাটার” গানটি একাই করেছে পাঁচটি রেকর্ড। ইউটিউবে প্রকাশের পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চবার দেখা ও স্পটিফাইয়ে সর্বোচ্চবার শোনার রেকর্ড “বাটার”-এর ঝুলিতে। এছাড়া বিল বোর্ডের টপ হান্ডেডেও টানা নয় সপ্তাহ শীর্ষস্থানে ছিল বাটার। প্রকাশের পরপরই ৩০ লাখ ৮৯ হাজার বার দেখা হয় গানিটি। বাটার গানটি এ পর্যন্ত দেখা হয়েছে ৫৩ কোটি বারের বেশি বার।
ইউটিউবে কোরিয়ান গানের ব্যান্ডগুলোর মধ্যেও সবচেয়ে বেশিবার দেখা হয়েছে বিটিএস-এর গান।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি লাইভ কন্সার্টেও সমান জনপ্রিয় বিটিএস। তাদের কন্সার্টের টিকিট বিক্রিও রেকর্ড গড়ছে।
মতামত দিন