নগরীর টাইগারপাস এলাকার সেগুনবাগীচা সড়কে তার বেসামাল আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে
বান্দরবানের পর এবার বন্দর নগরীর সড়কে বেসামাল আচরণ করতে দেখা গেছে সমালোচিত তরুণ গায়ক নোবেলকে। তার এমন বেসামাল আচরণ দেখতে ভিড় জমান উৎসুক পথচারীরা।
সোমবার (৩০ আগস্ট) নগরীর টাইগারপাস এলাকার সেগুনবাগীচা সড়কে তার বেসামাল আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, নোবেল একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বসেছেন। তাকে থামাতে মরিয়া হয়ে ছুটছেন এক তরুণী। একপর্যায়ে নিজের মোবাইল ফোন থেকে কাউকে কল করে নোবেলের এমন আচরণের কথা জানিয়ে করণীয় বা সহযোগিতা চান তিনি। এদিকে, রিকশায় বসা নোবেল ততক্ষণে তার হাতে থাকা মুঠোফোনটি ছুঁড়ে রাস্তায় ফেলে দেন।
আরও পড়ুন- বান্দরবানে বেসামাল নোবেল, স্থানীয়রাও বিব্রত
উৎসুক পথচারীরা এ অবস্থা দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। তখন নোবেল আবার ওই তরুণীর সঙ্গে বাজে ব্যবহার করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রও ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ২৫ আগস্ট রাতে বান্দরবানে ঘুরতে গিয়ে লঙ্কাকাণ্ড করেছেন এই নোবেল। সেখানে যাওয়ার পরদিন (২৬ আগস্ট) তিনি প্রকাশ্যে মাদক সেবন করেন। এলাকাবাসীর সঙ্গে উদ্ভট আচরণও করেন তিনি। এতে সেখানকার মানুষজন ক্ষিপ্ত হন।
আরও পড়ুন- ফেসবুকে নোবেলের ‘মাদক গ্রহণের’ ছবি, স্ত্রীর ক্ষোভ
হঠাৎ তারকা খ্যাতি পাওয়া নোবেল প্রায়ই আলোচনা-সমালোচনায় আসেন। নানা নেতিবাচক কারণে তিনি মিডিয়ার শিরোনাম হয়েছেন।
কিছুদিন আগে নিজের ফেসবুক পেজ “নোবেল ম্যান” থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। এ ঘটনায় গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইথুন বাবু। এরপর তিনি নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন।
আরও পড়ুন-এবার স্ত্রীর বিরুদ্ধে ‘সন্তান হত্যা’র অভিযোগ নোবেলের!
এর আগেও দেশের স্বনামধন্য এবং সর্বজনশ্রদ্ধেয় গায়কদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন নোবেল। যা শ্রোতা-ভক্তদের রীতিমতো বিক্ষুব্ধ করে তোলে। বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচিত এ গায়ককে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যালয়ে ডেকে সাবধান করে দেন।
বান্দরবানের ঘটনায় তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হলেও রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা শোনা যায়নি। তিনি এখন কোথায় আছেন সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
মতামত দিন