বির্মিংহাম গ্র্যান্ড হোটেলের বাইরে থেকে চুরি হয়েছে হলিউড সুপারস্টার টম ক্রুজের বিএমডিব্লিউ গাড়ি
‘মিশন ইম্পসিবল ৭’ এর শুটিং চলাকালীন যুক্তরাজ্যের বির্মিংহাম গ্র্যান্ড হোটেলের বাইরে থেকে চুরি হয়েছে হলিউড সুপারস্টার টম ক্রুজের বিএমডিব্লিউ গাড়ি। এ সময় তার গাড়িতে ছিল বহু-মূল্যবান জিনিসপত্র। টম যখন ইংল্যান্ডের রাস্তায় শুটিং করছেন তখন তার চতুর্দিকে কড়া নিরাপত্তা।
শুটিং শেষে তার বহু-মূল্যবান জিনিসপত্রের খোঁজ চালালেও না পাওয়ায় রীতিমত ক্ষেপে গিয়েছিলেন নায়ক। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেখানে বিগত কয়েক মাস ধরে 'মিশন ইম্পসিবল ৭' এর শুটিং করছিলেন টম ক্রুজ।
‘দ্য সান’ -এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যেদিন গাড়িটি চুরি হয় সেদিন তিনি বার্মিংহ্যামের এর এক শপিং সেন্টারের সামনে শুটিংয়ে ব্যস্ত ছিলেন টম। চোর সেখানে স্ক্যানার ব্যবহার করে সুরক্ষায় মোড়ানো গাড়ির চাবি থেকে সিগন্যাল পাকড়াও করে গাড়ি খুলে হাওয়া হয়ে যায়। গাড়িটির মূল্য প্রায় এক লক্ষ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক খোঁজাখুঁজির পর লন্ডনের এক প্রান্ত থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে টমের প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, টম ক্রুজের জিনিসপত্র চুরি করাই ছিল চোরের মূল উদ্দেশ্য। আপাতত সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিন্তু পুরো ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত টম।
মতামত দিন