নাটকটি প্রচারিত হবে ২৭ আগস্ট রাত ৯টায়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কবির ‘‘আলতা স্মৃতি’’ কবিতার অবলম্বনে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে ''আলতা রাঙা'' নামে একটি নাটক।
নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর এবং প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নাটকটিতে অভিনয় করেছেন ইভোন, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অন্যন্যা ও প্রমুখ।
নাটকটি প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে, ২৭ আগস্ট রাত ৯টায়।
কবি নজরুলের সাহিত্যজীবন ছিল মাত্র ২৩ বছরের। আর তার এই ৩ বছরের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের জন্য অমূল্য সম্পদ। সারা দেশে জাতীয় কবির প্রয়াণের দিনটি পালন করা হয়।
মতামত দিন