এর আগে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে নিজের নাম জড়িয়ে বারবার শিরোনামে এসেছেন এই মডেল
আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে পারিবারিকভাবেই প্রাক্তন বিগ বস প্রতিযোগী টেলি অভিনেত্রী আরশি খানের বিয়ে ঠিক হয়েছিল। আগামী অক্টোবরে দুজনের বাগদান সম্পন্ন হওয়ার কথাও ছিল। কিন্তু আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিতে সেই বাগদান পর্ব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি ভেঙে যেতে পারে পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়েও।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
আরশি খান বলেন, "আগামী অক্টোবরে আমার বাগদান হওয়ার কথা ছিল এক আফগান ক্রিকেটারের সঙ্গে। আমার বাবাই তাকে আমার জন্য পছন্দ করেছিলেন। কিন্তু তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর হয়তো আমাদের সম্পর্ক শেষ হতে পারে।"
বিয়ে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনার প্রসঙ্গে তিনি বলেন, "আমার বাবার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমাদের কথা হতো, বন্ধুর মতোই ছিলাম আমরা। কিন্তু এখন আমি নিশ্চিত যে, আমার বাবা-মা কোনও ভারতীয় পাত্রই খুঁজবে আমার জন্য়।”
তবে কোন আফগান ক্রিকেটারের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি আরশি। জানাননি সেই খেলোয়াড়ের নামও। হয়তো নিরাপত্তার কথা মাথায় রেখেই আরশি খানের এই সিদ্ধান্ত।
আরশি খানের পূর্বপুরুষরা আফগান পাঠান পরিবার ইউসুফজাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। আফগানিস্তানে নিজের পারিবারিক শিকড়ের কথা জানিয়ে তিনি বলেন, "আমি আফগানি পাঠান। আমার পরিবার ইউসুফজাই গোষ্ঠীর। আমার ঠাকুরদা পরিযায়ী আফগানিস্তানি হয়ে ভারতে এসে ভোপালের জেলার হন। আমার শিকড় আফগানিস্তানে। কিন্তু আমি মা-বাবা, দাদু-দিদা সকলেই ভারতীয় নাগরিক।"
এর আগে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে নিজের নাম জড়িয়ে বারবার শিরোনামে এসেছেন আরশি। এই বিতর্কিত মডেল কখনো নিজেকে আফ্রিদির প্রেমিকা বলেছিলেন তো কখনও নিজের গর্ভে আফ্রিদির সন্তান ধারণের দাবি করেছিলেন।
উল্লেখ্য, আরশি খান রিয়েলিটি শো বিগ বসের একাদশ সংস্করণের প্রতিযোগী ছিলেন। তারপর চ্যালেঞ্জার হিসেবে একই রিয়েলিটি শোয়ের ১৪তম সংস্করণেও অংশ নিয়েছিলেন। এছাড়া, একাধিক রিয়েলিটি শো, মিউজিক ভিডিও এবং টিভি-শোতে অংশ নেন তিনি।
মতামত দিন