সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন পরিচালক অনন্য মামুনও
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও আপলোড করে আলোচনায় এসেছিলেন ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাই। হঠাৎ এক ঘটনায় জড়িয়ে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়েছিল তাকে। এরপর দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর সম্প্রতি তাকে দেখা যায় নতুন লুকে। নিজেকে আমূল বদলে ফেলা অপু ভাই কিছুদিন আগেই পা রেখেছিলেন মিডিয়া জগতে। সে ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে দেশের জনপ্রিয় তরুণ নির্মাতা অনন্য মামুনের পরিচালিত ওয়েব সিরিজে।
ওয়েব সিরিজটির নাম “সিনিয়র ভার্সেস জুনিয়র”। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন জানান, ভিন্ন আঙ্গিকে ভাবনার একটি গল্প নিয়ে তিনি সিরিজটি নির্মাণ করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে।
অনন্য মামুন বলেন, “কে কীভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি।”
অপুর বিষয়ে তিনি বলেন, “চরিত্রের জন্য অপুকে তৈরি করেছি। তার লুকে পরিবর্তন এনেছি। নতুন এই লুকে যে কেউ চিরচেনা অপুকে দেখে অবাক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই লুক প্রশংসা পাচ্ছে।”
আরও পড়ুন- মারামারি করতে গিয়ে নোয়াখালীর টিকটকার 'অপু ভাই' কারাগারে
পরিচালক জানান, চরিত্রের জন্য এক মাস অভিনয়ের প্রশিক্ষণ চলবে অপু ভাইয়ের। নতুন ওয়েব সিরিজের অন্যান্য শিল্পীদের তালিকাও প্রকাশ করা হবে শিগগিরই।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের পর তোপের মুখে পড়েন অনন্য মামুন। থিয়েটারকর্মী ও সাধারণ সিনেমাপ্রেমীরাও তার ওপর খেপেছেন।
তরুণ অভিনয়শিল্পী তানজিল বলেন, “থিয়েটার করা অসংখ্য ছেলে-মেয়ে আছে, যারা অভিনয়টা ধারণ করে। যারা কাজটা বোঝে এবং ভালোবাসে। কিন্তু তাদের কেউ সুযোগ দেয় না। সুযোগ দিলেও এমন ক্যারেক্টার দেওয়া হয়, যা হয়তো কারো চোখেই পড়ে না। আমি আপনার দোষ দেব না, কেননা ফলোয়ার দেখে কাজ করার ট্রেন্ড অন্য অনেক পরিচালক অনেক আগেই নিয়ে এসেছে দেশে। শুভ কামনা রইলো আপনার নতুন প্রজেক্টের জন্য।”
আরও পড়ুন- সেই অপু ভাই এবার নতুন লুকে
ফিল্ম ম্যানিয়া নামে একটি সিনে প্রতিষ্ঠানের সিরাজুল ইসলাম নিরব বলেন, “ভাই, যদিও এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার; যদি দর্শকদের উদ্দেশে কিছু বানাতে চান, তাহলে মোটেও সমর্থন করতে পারলাম না। অসংখ্য ট্যালেন্টেড আর্টিস্ট পড়ে আছে আমাদের চারপাশে, যারা লম্বা সময় ধরে থিয়েটার করে যাচ্ছে। এতে এদের অবমূল্যায়ন ও নিরুৎসাহিত করা হবে। আমার মতে যারা মিনিমাম স্ট্যান্ডার্ড স্কেলটা মেইনটেন করে তারা হয়তো টিকটক বা লাইকি এগুলোকে থার্ডক্লাস গেটওয়ে ছাড়া অন্য কিছু ভাবে না। আর যদি যোগ্যতার কথা বলেন, তবে আমি বলব ওদের মাঝে এমন কিছু দেখিনি এখনো। কারণ কাজ করতে গিয়ে অনেক তারকাকেও অডিশনের ওপর ভিত্তি করে বিভিন্ন নির্মাণ থেকে বাদ দিতে হয়েছে। অনুরোধ রাখব, যারা শিল্পী তাদের প্রতিভাকে বিকশিত করবেন, শুভ কামনা আপনার জন্য।”
জোবায়ের রহমান নামে এক উদীয়মান শিল্পী বলেন, “অডিশন দেওয়ার ইচ্ছা ছিল। এটা দেখার পর ইচ্ছা মরে গেছে। বছরের পর বছর থিয়েটার করে একজন থিয়েটারকর্মী কি পেল অনন্য মামুন সাহেব? এক মাসেই অভিনয় শিখিয়ে ফেলবেন? আপনিও স্রোতে গা ভাসিয়ে দিলেন?”
শিহাব মাসুম নামের একজন বলেন, “এটা ভালো উদ্যোগ মনে হচ্ছে না। বরঞ্চ হাজারো থিয়েটার করা, অভিনয়ের জন্য ত্যাগী মানুষকে নিরুৎসাহিত করা হবে এর মাধ্যমে।”
আরও পড়ুন- সবুজ চুল কেটে দেওয়ায় মন খারাপ টিকটক অপুর
তবে সমালোচনার বিপরীতে অনন্য মামুনের সিদ্ধান্তের প্রশংসাও করেছেন কেউ কেউ। নূপুর আক্তার নামের একজন বলেন, “সব প্রতিভাকে সবাই তুলে না। আপনি ধরেছেন। মানুষ চেষ্টা করলে সবই পারে। শুভ কামনা বস।”
সিমি শিকদার নামের একজন বলেন, “একটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, ভালো কাজের সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া।”
আহাদ খান নামের একজন বলেন, “মিডিয়াতে কাজ করার সবার অধিকার আছে! তবে যোগ্যতা বা অভিনয় জানা প্রথমে কারোর-ই থাকেনা অর্জন করে নিতে হয়। কারোর সাপোর্ট পেলে হয়তো সেও ভালো কিছু করতে পারে। শুভ কামনা রইলো। ।”
প্রসঙ্গত, এর আগে অপু ভাইকে আদনান আল রাজীব নির্মিত এক ওয়েব সিরিজে দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট সন্ধ্যায় রাজধানীর উত্তরা আলাউল অ্যাভিনিউতে মারামারির ঘটনায় অপু ভাই ও তার সহযোগী নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মতামত দিন