এই জামিনের ফলে একার কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না
গৃহকর্মীকে হত্যার উদ্দেশ্যে মারধর করা মামলায় চিত্রনায়িকা একার জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে আদালত সুত্র।
রবিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১০ আগস্ট মাদকদ্রব্য আইনে করা মামলায়ও একার জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গত ১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জসিমের আদালত নায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৩১ জুলাই তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী বাদী হয়ে একটি মামলা করেন। অপর মামলাটি একার বাসায় মাদক পাওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে করে।
এদিন সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়।
মতামত দিন