তারা কয়েক মাস আগে চুপিচুপি পাহাড়েও ঘুরে এসেছিলেন বলে জানা যায়
ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে গত সপ্তাহেই অভিরূপ নাগ চৌধুরীকে ফলো করা ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটি দেখে অনেকে ধরেই নিয়েছিলো অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেছে! কিন্তু নতুন করে পুরোনো ছবি বুঝিয়ে দিলো তাদের প্রেম রয়েছে আগের মতোই উষ্ণ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, নিজেদের ঘনিষ্ঠদের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করছেন শ্রাবন্তী এবং তার প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। সেই আনন্দঘন মুহুর্তগুলোকেই পরে ফ্রেমবন্দি করেন তারা। যদিও ছবিগুলো শ্রাবন্তীর প্রোফাইলে দেখা যায়নি।
সেদিন অভিরূপ পরেছিলেন লাল পাঞ্জাবি। অন্যদিকে, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী নিজেকে সাজিয়েছিলেন খোলা চুলে ও বেইজ রঙের পোশাকে।
তবে শ্রাবন্তী কী কারণে ইন্সটাগ্রামে অভিরূপ নাগ চৌধুরীকে আনফলো করেছিলেন তা অবশ্য জানা যায়নি।
শ্রাবন্তী বর্তমানে থাকছেন অভিরূপের সঙ্গেই। অভিরূপের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক শ্রাবন্তীর। কয়েক মাস আগে তারা চুপিচুপি পাহাড়েও ঘুরে এসেছিলেন বলে জানা যায়।
মতামত দিন