পরীমণির সাথে করা হওয়া ঘটনাগুলোকে অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক বলে অভিহিত করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে হওয়া ঘটনাগুলোকে “অগ্রহণযোগ্য” এবং “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আমার সহকর্মীর শারীরিক, মানসিক এবং পেশাগত নিরাপত্তা এবং সুস্থতা নিয়ে চিন্তিত। একজন নারী হিসেবে আমি আরও বেশি লজ্জিত এবং উদ্বিগ্ন বোধ করছি। স্বাধীনতার ৫০ বছর পর যদি আমরা আমাদের নারীদের দ্বারা উন্নতি না করতে পারি, তাহলে তা খুবই চিন্তার বিষয়।”
তিনি আরও বলেন, “এই সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সমাজে নারীদের অবস্থানকে উন্মোচিত করেছে।”
বাঁধন বলেন, “পরীমণীকে কেন বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে তার সঠিক কারণ আমরা জানি না। মিডিয়াতে তার ব্যক্তিগত জীবনকে কাটাছেঁড়া করে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা অগ্রহণযোগ্য।”
আরও পড়ুন- তৃতীয় দফায় রিমান্ডে পরীমণি
প্রসঙ্গত, পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বুধবার (১৮ আগস্ট) দিন জামিনের শুনানি হওয়ার কথা থাকলেও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি আরও ৫ দিনের রিমান্ড চাওয়ার পর ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিন ও রিমান্ড উভয় শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এদিন তাকে আরও একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
গত ১৩ আগস্ট বনানী থানায় তাদের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় দুই দিনের রিমান্ড শেষে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন- পরীমণিকে যারা বিপথে নিয়েছেন, তাদেরকে খুঁজে বের করতে বললেন শাকিব খান
বাঁধন বলেন, “তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তার একটি উজ্জ্বল ক্যারিয়ার ছিল। একজন শিল্পী এবং নাগরিক হিসেবে আমি খুবই ব্যথিত। যদি সে কোনো অপরাধ করে থাকে, তাহলে অযাচিত কোনো মন্তব্য না করে আমাদের আইনি ব্যবস্থায় অনুসরণ করা উচিত।”
পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালিত “রেহানা মরিয়ম নূর” চলচ্চিত্রে বাঁধন অভিনয় করেন। যা ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ অবস্থান করে নিয়েছিল। এছাড়া, সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জির “রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি” সিরিজে রাহুল বোস, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং অনির্বাণ চক্রবর্তীর সঙ্গেও অভিনয় করেন বাঁধন। সিরিজটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে,তার মধ্যে কেউ কেউ একে গড়পড়তা বলেও অভিহিত করেছেন।
মতামত দিন