বিজেপি সদস্য শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রাজনীতিতে অরুচি জন্মেছে বলে গুঞ্জন ছড়িয়েছে টলিউডে
বিজেপি সদস্য শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রাজনীতিতে অরুচি জন্মেছে বলে গুঞ্জন ছড়িয়েছে টলিউডে। তিনি উপলব্ধি করেছেন, রাজনীতি তার জন্য নয়। ঘটনা জানাজানি হতেই মুখ খুললেন শ্রীলেখা মিত্র। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলেখা মিত্র শ্রাবন্তীকে কটাক্ষ করে লিখলেন, “এখন মোদী নয়, দিদিকে ভাল লাগছে তা হলে! বুদ্ধবাবুকে ভাল না লাগলেই ভাল।”
মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ভেনিসের উদ্দেশে রওনা দিয়েছেন শ্রীলেখা। সেদিন রাতেই নিজের ফেসবুক ওয়ালে ছবি দিয়ে এ কথা জানান তিনি নিজেই। ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে আদিত্যবিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্ভবত সেই উদ্দেশেই তার এই যাত্রা।
মতামত দিন