‘মায়াবী গিটার ফেলে’ শিরোনামের গানটিতে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কলকাতার এক সংগীত শিল্পী দেব চৌধুরী
রূপালী গিটারের জনক, সুরকার-গীতিকার আইয়ুব বাচ্চু। প্রয়াত এ কিংবদন্তি শিল্পীর ৫৯তম জন্মবার্ষিকী ছিল গত ১৬ আগস্ট।
তিনি শুধু এপার বাংলাতেই নন, ওপার বাংলাতেও ছড়িয়েছেন তার রূপালী গিটারের জাদু। তার অকালে চলে যাওয়া দুই বাংলাকেই সমানভাবে শোকাহত করেছে।
কলকাতার অনেক সংগীত শিল্পীদের কাছেই তিনি গুরুস্থানীয়। তেমনই একজন কলকাতার “সহজিয়া” ব্যান্ডের ভোকাল দেব চৌধুরী।
সম্প্রতি, তিনি একটি গানের মাধ্যমে স্মরণ করেন দেশের এ কিংবদন্তি শিল্পীকে।
“মায়াবী গিটার ফেলে” শিরোনামের গানটিতে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন দেব চৌধুরী নিজেই। গানটি সম্পর্কে তিনি বলেন, “২০১৮ সালের ১৮ অক্টোবর, যেদিন এ কিংবদন্তি শিল্পী আমাদের ছেড়ে চলে যান, সেদিন রাতেই এ গানটির জন্ম হয়। এমনকি ওই রাতেই গানটির সুর করেছিলাম।”
দেব আরও বলেন, “৯০’র দশকের কৈশোর যৌবনের সময়গুলো কেটেছে ‘দুই বাংলার রক আইকন’ আইয়ুব বাচ্চুর গান শুনে। তার গানের কথা, সুর, গিটার স্বপ্ন দেখিয়েছে আমার মতন হাজারো অনুসারীকে। তাই এ কিংবদন্তি শিল্পীর উদ্দেশ্যে গানটি উৎসর্গ করছি।”
গানটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। গানটির সংগীতায়োজন করেছেন রুদ্রনীল চৌধুরী।
মতামত দিন