মাতাল অবস্থায় ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গায়ক ক্রিস উ ইফানকে গ্রেপ্তার করা হয়েছে
মাতাল অবস্থায় ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চীনা-কানাডীয় র্যাপার ও গায়ক ক্রিস উ ইফানকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বেইজিংয়ের আইনজীবীরা।
মঙ্গলবার (১৭ আগস্ট) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগকারী নারী জানিয়েছেন, ১৭ বছর বয়সে ক্রিস উ'র সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল। ক্রিস উ তাকে তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়ে তাকে মদ্যপানে জোর করেন এবং তারপর তাকে যৌন নির্যাতন করা হয়।
তিনি আরও বলেন, “চাকরি এবং অন্যান্য সুযোগের প্রতিশ্রুতি দিয়ে যৌনতায় প্রলুদ্ধ করার ব্যাপারে ক্রিস উর বিরুদ্ধে আরও সাতজন নারী তাকে জানিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ অপ্রাপ্তবয়স্ক।”
এ তদন্ত চলাকালে যুক্তরাষ্ট্রের আরেক কিশোরী এক্সো ব্যান্ডের সাবেক এই কে-পপ তারকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আইনি সহায়তার জন্য একজন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করেন।
চীনের প্রভাবশালী এই তারকার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। এছাড়া তার বিরুদ্ধে তরুণীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে প্রলুব্ধ করারও অভিযোগ রয়েছে।
তবে চীনের অন্যতম বড় পপ তারকা ক্রিস উ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস উ বলেছিলেন, “কোনো জোরপূর্ব যৌন সম্পর্ক ছিল না! কেউ 'কম বয়সী' ছিল না! দি সত্যিই এই ধরনের কোনো কিছু হয়ে থাকতো তাহলে সবাই নিশ্চিত আমি নিজেই আত্মসমর্পণ করব!”
তাকে যেসব ব্র্যান্ড মডেল হিসেবে নিযুক্ত করেছিল তারাও ইতিমধ্যে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে।
চীনের আইনে ১৮ বছরের কম বয়সীদের অপ্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা হয়, যেখানে যৌন সম্মতির বয়স ১৪।
কে-পপ ব্যান্ড এক্সোর সদস্য হিসেবে মি উ প্রথম খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৪ সালে এককভাবে গায়ক, অভিনেতা, মডেল এবং প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার বিচারক হিসেবে সফল ক্যারিয়ার শুরু করতে এক্সো ব্যান্ড ছেড়ে দেন তিনি।
মতামত দিন